পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ड्रडौह क७ ।। a y যবে তারা হেন কথা করিবে শ্রবণ, করিতে থাকিবে আহা যুগল-নয়ন ! বলিবে নিশ্বাস ছাড়ি, বড় বুদ্ধিমান, বড় বুদ্ধিমান তুই ! করিলি প্রস্থান কোথায় সবারে ফেলে ? পেলিরে উদ্ধার, সাঙ্গ হলো লীলাখেলা পাপের সংসার । তারা সবে সে সময়ে করিবে মনন দেহ ছাড়ি সিন্ধু-জলে, ত্যজিতে জীবন । এরূপ কহিছে দেবী ; এহেন সময়ে, অতি শুভ্র সুচিকণ ক্ষৌমযুগ লয়ে সহচরী সুলোচনা তথা উতরিল সম্মিত কটাক্ষে হেরে বলিতে লাগিল, সপ্তস্বরা বীণা যেন বাজিয়া উঠিল! ধীরে বলে শশীমুখী, লও মতিমান ! লও লও ক্ষৌমযুগ কর পরিধান । পরিহর হীন বেশ ; সোনার শরীর মলিন মসির মত, নয়নের নীর থাকে না থাকে ন মরি । গলিত বসন এহেন সোনার দেহে করি দরশন । এত বলি বস্ত্রযুগ করিল প্রদান ; হৃষিত অন্তরে যুবা করি পরিধান, বসিল আশার পাশে ; সুরূপ কিঙ্করী চামর দুলায় কেহ ; কোন সম্ভুচরী ;