পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

स्रुशैश्च क७ ।। *○ দূরে গেল হাসি মুখ ! নিস্তব্ধ সংসার, জলদের পদে যেন করে নমস্কার ; স্থির হয়ে তরুগণ উদ্ধ শিরা হয়ে, নীরবে দাড়াল সবে যেন বা সভয়ে । জন-স্থানে-জনগণ ব্যাকুল-অস্তর নেরে, দেরে, আয় আয়, রব ঘোরতর। মাতার কোলেতে শিশু উঠে সিহরিয়া সন্ত্রাসে কাদিয়া উঠে থাকিয়া থাকিয়া ; চরিতে চরিতে পাখী ফেলিয়া আহার আসিছে আপন নীড়ে, শিশুগুলি তার, বলিছে ঢাকিয়া আসি পক্ষপুট দিয়া ; কুক্কুর বিড়াল আদি ভ্ৰমণ ছাড়িয়। আপন শয়ন স্থানে করিছে গমন ; নিজ বলে বন জন্তু করে পলায়ন । মাঠ হতে ধেনুগণ উর্দ্ধ-পুচ্ছ করে ধাইয়া আসিছে গৃহে সভয় অন্তরে ; গৃহস্বামী উৰ্দ্ধমুখে হেরিছে গগণ । বুঝি ঝড়ে যায় গৃহ, চিন্তাতে মগন । কোথাবা, অশনি পড়ে—তুঙ্গ তরুবর দাড়ায়ে জ্বলিয়া গেল। হতভাগ্য নর, কোথাবা জলের ভয়ে ছিল তরুতলে, সেখানে অশনি তারে থাক থাক বল, গৰ্জ্জিয়া সরেীষে যেন করিল প্রহার ; নিমেষে জীবন-রভু হরিল তাহার ।