পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 নিৰ্ব্বাসিতের বিলাপ। ধরাতে পড়িল তনু হারায়ে চেতন, ভিক্ষার ঝুলিটি, তার কক্ষেতে তখন তখনো রয়েছে হায় ! ভিক্ষাযাত্রা তার যম-পুরী-যাত্রা হলো ; কেবা নেত্র ধার তার তরে শোক-ভরে করে বিসর্জন । নিতান্ত সে হতভাগ্য নাহি বন্ধুজন । কোথা বা, ধনীর কোন অাদরের ধন— একমাত্র পুত্র, ছিল ত্রিতল উপরে, রোধিয়া সকল দ্বার, উল্লাস অন্তরে, কতিপয় বন্ধু-সনে, নিভূত-ভবনে, মত্ত ছিল পরিহাসে ; কিম্বা প্রিয়াসনে কৌতুক তরঙ্গে ভাসি ছিল অন্য মনে ; সেখানে অশনি করি কঠোর গর্জন, সেহেন গ্রাসাদ-শৃঙ্গ করি বিদারণ, বিনাশিল যুবতীর হৃদয়ের ধনে ; মুচ্ছাগত হেম-লতা, এক ধরাসনে রহিল অনাথা পড়ে ; প্ৰাণেশ্বর তার, পলাল ধনীর ঘর করি অন্ধকার । কোথা বা—প্রবাসী কেহ বহুদিন পরে, উৎসুক অন্তরে আসে আপনার ঘরে, তুষিত হৃদয় তার, হেরিতে নয়নে দয়িতার প্রম-মুখ ; লয়েছে যতনে বিলাস সামগ্রী কত, মনোজ্ঞ বসঙ্গ মহামূল্য নানাবিধ বিচিত্ৰ ভূষণ,