পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কাণ্ড । ጙ 4: পথ-মাঝে ঘন-ঘটা হেরি ভয়ঙ্কর, বিষাদে মলিন মুখ, কম্পিত অন্তর, পাশ্ববৰ্ত্তী কোন এক গৃহীর আবাসে, গিয়াছিল ক্ষণ কাল বিশ্রামের আশে । সেখানে ভীষণ বজ্র করি হুহুঙ্কার অমূল্য জীবন-রস্তু হরিল তাহার। এদিকে জলধি-জলে,—মলিন বদনে তরিপৃষ্ঠে বসি যুবা সজল নয়নে । কতু হেরে উদ্ধ মুখে গগণ মণ্ডল ; কতু স্থির-নেত্ৰে হেরে নীরধির জল ; চারিদিকে শোভে সিন্ধু ভীষণ অপার, কি করিবে কোথা যাবে না দেখে নিস্তার । সুগভীর গরজনে ’ মেদিনী গগণ কাপায়ে, অশনি-বাণ ছোটে অনুক্ষণ । চিকি চিকি শিরোপরে বিজুলী খেলায় ; মুস্থির গভীর সিন্ধু স্তম্ভিতের প্রায় । বুঝিবা দাড়ায়ে বীর বাধে পরিকর সংহারিতে স্বষ্টিকার্য্য, গৰ্ব্বিত সাগর । ভয়েতে অবশ দেহ সরেনা বচন ; অবিরল জলে ভাগে যুগল নয়ন। নিশ্বাস ছাড়িয়া বলে—“ এতকাল পরে আজি বুঝি গেল প্রাণ জলধি উদৱে । কেন বা আইনু হায় । ছাড়ি কারাগার ! কেদিবে আশ্রয় কোথা পাইবা নিস্তার ।