পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

?も নিৰ্ব্বাসিন্তেয় বিলাপ। হে বীর তটিনীপতি ! হেন বীর সাজ, ধরিলে হে সাধিবারে বল কোন কাজ ? এপাপীর তুচ্ছ জীব হরিবার তরে এহেন উদ্যোগ কেন ? ক্রম সজ্জা করে কখনো কি পশুরাজ ইন্দুর বধিতে ? লও তুমি নিজ-গর্ভে হাসিতে হাসিতে অভ্ৰভেদী গিরি কত ! কত জনস্থান পূর্ণ ছিল ধনে জলে, করিয়া প্রদান তোমার কঠোর করে কালেতে সকল, তোমার উদরে সিন্ধু ! গেছে রসাতল, হয়ত সময়ে তারা বিপুল ধরায়, দেশে দেশে দিশি দিশি করেছে বিস্তার তাপন গৰ্ব্বিত নাম ; কিন্তু কোনো জন বলিতে না পারে এবে, কোথায়, কখন, ছিল সেই রম্যস্থান, গেলবা কোথায় তাজি তাহাদের নাম কল্লিতের প্রায় । যাহার এসব খেলা অখির নিমেষে তারে কি সাজিতে হবে আজি বীর-বেশে পামরের পাপী প্রাণ হরিবার তরে ! লবে যদি লও প্রাণ ; রণ রজ্জা কুরে কি হবে দুরন্ত সিন্ধু ! বল কতক্ষণ যুঝিব তোমার সনে রাখিতে জীবন ? রাঙ্গ-পুরী মনোহর ছিল এক কালে দাড়ায়ে তোমার তীরে ; যায় উচ্চ ভালে,