পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूउँौज़ दा० ।। ዓማ “ভুবন বিজয়ী এই উচ্চতর নাম, লিখেছিল পোড়া বিধি ; তুমি তারে বাম, হয়ে ভাই রত্নাকর, তরঙ্গ প্রসারি, ভাসাইলে সব মুখ ; দিগন্ত-বিস্তারি ডুবাইলে যশ তার ; তব বাহু-বলে দেখিতে দেখিতে সব গেল রসাতলে । রহিল প্রাসাদ তুঙ্গ, কিন্তু সিংহাসন গেল ভালি তব নীরে, হারাল জীবন ; রাজা, রাণী, পাত্র, মিত্র, যত প্রজাগণ ; ভাসায়ে সকল সিন্ধু ! এলে নিজ স্থানে ; অতুল ঐশ্বৰ্য্য হায়! গেল কোন খানে । জান কি সাগর । এবে সেই রম্য পুরী রয়েছে কোথায় পড়ি, কিবা বেশ ধরি ? এবে সে নগরী, বাপি অরণ্যে বদন রহেছে বিজনে, নাহি জানে কোন জন । এবে সেই রাজ-বাট গিয়াছে পড়িয়া, কত তরু তদুপরে আছে দাড়াইয়া । মহিষীর বাস গৃহ—যথা নর-পাল ‘প্রেমাভাসে রসোল্লাসে হরিতেন কাল ; যথা জল-যন্ত্রে বারি অাসি অনুক্ষণ নিদাঘের উগ্র তাপ করিত বারণ ; যথা শত সহচরী ছিল নিরস্তর যোগাইতে গন্ধমাল্য ; কঠোর সাগর । আজি সে শয়নাগার রয়েছে পডিয়া ।