পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूडौञ कां७ ।। Գ» টলিল অটল সিন্ধু, সামাল সামাল ! উপস্থিত বুঝি আজি প্রলয়ের কাল ! ছুটিল ভীষণ মূৰ্ত্তি উত্তাল তুফান, সিংহনাদে বসুমতী যেন কম্পমান ! পড়িছে জলের মৎস্য পৰ্ব্বত শিখরে ; উত্তঙ্গ শিখর কাপে থর থর করে ; প্রসারি করাল বাহু ছুটেছে সাগর ; হুহুঙ্কারে সৰ্ব্ব তনু কাপে থর থর ; যে দিকে নয়ন যায়, মত্তভাব ধরি, তুলার পর্বত সম ছুটিল লহরী । রহ রহ বলে যেন চারিদিকে ধায়, মরে রে অভাগ৷ আজি সিন্ধুগর্ভে যায় ! সে তরঙ্গ মাঝে তরি কত থাকে তার ' ' ঘোর বেগে হা হা করে আসি বার বার, প্রবল আঘাতে छूर्भ করিছে সাগর ; প্রত্যেক আঘাতে জল উঠে নিরন্তর ; টলিল মত্তের মত সে মোহন তরি । স্নান মুখী শশীমুখী বলে—রে কিঙ্করি । ধর রজ্জ রাখ রাখ গেল যে ছিড়িয়া, এই যায় ঐ গেল মরি রে ডুবিয়া ! উচ্চ উহু ! মরি মরি । কঁাপিছে শরীর ; শীত বাতে রুদ্ধ হয় বুঝিব। রুধির ; দেখিয়া এ হেন ভাব যুবার জীবন উড়িল শরীর ছাড়ি। বিষন্ন বদন,