পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎসর্গ পত্র। হে সারদে! আসিবে কি বারেক জননি! অকৃতি পুত্রের কাছে। কত রত্ন মণি দিয়াছ মা দয়াময়ি! পূৰ্ব্ব-কবিগণে, চাহি না জননি! আমি তোমার সনে, চাহি না মা সে সকল। আশা একবার গাঁথিব কোমল গুণে কবিতার হার। নাহি কাব্য ফুল-বন; তোমারে তুষিতে মধুর মধুর চক্র নারিব রচিতে; গৌড় জন যাহে সুধা পিয়ে নিরন্তর। হয়ত এতুচ্ছ মাল, বঙ্গবাসি নর, ঘৃণাতে চরণে ঠেলে দিবেক ফেলিয়া, চিরদিন ধরাতলে থাকিবে পড়িয়া। হে শ্ৰীশ ! তুমিরে ভাই কর পরিধান ; গেঁথেছি যতনে ভাই! রাখরে সম্মান। যাক তারা মধুবনে যাহাদের মন, কোকিলের মধুধ্বনি করিতে শ্রবণ ; যাক যাক অলিরাজ মধু তামরসে, যদি তার আস্বাদিতে আশা নব বসে। অল্পেতে সন্তুষ্ট ভাই! তােমার অন্তর, তুমি শুন মন সনে, বাড়াও আদর। নীরস এতুচ্ছ হার দিনু উপহার, পর গলে হােক শ্রম সার্থক আমার। তােমারি ঐশিঃ--