পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b R নিৰ্ব্বালিতের বিলাপ । জন্মাবধি দুঃখভোগে কাটাইলে কাল ; বয়োরদ্ধি হবে যত বাড়িবে জঞ্জাল ! পাপীর সন্তান বলি ঘৃণা হবে মনে, থাকিবে লোকের মাঝে মুদিত বদনে, এই সে পাপিষ্ঠ পিতা যমালয়ে যায়, মনে রেখে বাছাধন, বিদায় ! বিদায়! এরূপে ভাবিছে যুবা ; ফিরায়ে বদন ! দেখিল তরির পৃষ্ঠে নাহি কোন জন । এদিকে নির্দয় সিন্ধু ধরি ভয়ঙ্কর, বর্ণনা অতীত ভাব, গহন, ভূধর, গ্রাম, পল্লী, জল, স্থল করি একাকার, পাইছে মত্তের মত, অস্থির সংসার । পবন পীড়নে গিরি হয়েছে কাতর উন্নত গৰ্ব্বিত শির কাপে থর থর । উদ্ধ শিরা তরু ছিল দাড়ায়ে কাননে বিস্তারিয়া শত শাখা ; যথা ঘোর রণে রণবীর সেনাপতি নিজ সেনা গণে সাজাইয়া চারি পাশে করে অবস্থানঃ– সেখানে পবন তার, হয়ে বেগবান হরিল পত্রের নব মুকুট ভূষণ, পরে, শাখা বাহু তার করিয়া ছেদন, মদভরে পদাঘাতে ফেলিল ভূতলে ; অভিমানে নত মুখে, মরি মরি বলে