পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yo নিৰ্ব্বাসিন্তের বিলাপ | ওই গেল পুত্রগুলি, ভাসিল রমণী । বিধিরে । এহতে তুমি হানিয়ে অশনি কেন না করিলে চুর্ণ অভাগির কায় ; সেইত লইবে প্রাণ তবে কেন হায় ! তবে কেন দিলে বল যাতনা এমন । ওই তার পুত্ৰ দুট হইল মগন ; একে একে মিলাইল নয়ন উপরে : অভাগী একাকী শুধু, হৃদয়েতে ধরে অঞ্চলের নিধি তার, কনিষ্ঠ সন্তান, ভাসিয়া চলিল স্রোতে বাচাইতে প্রাণ । ধরিল গৃহের চাল, সলিল সাগরে ভাসিয়া আসিল যাহা পবনের ভরে । ভাসিয়া আসিয়া জলে, শত বিষধর রয়েছে বেষ্টিত তাতে মহা ভয়ঙ্কর । সন্ত্রমে উঠিতে গিয়া পুত্ররত্ন তার হারাইল অভাগিনী, কে করে উদ্ধার । ক্রোড় হতে পড়ে বাছা নিমেষ ভিতরে একেবারে গেল হায়! জলধি উদরে, গৃহ চুড়া হতে হেরি সুতের মরণ, হাহা রবে অভাগিনী উন্মাদিনী প্রায়, কাপ দিল, পুত্ৰসনে ডুবিল তথায় : কল্পনে ! চলরে এবে দেখি এক বার তরি পৃষ্ঠে বসে যুবা আছে কি প্রকার । ওই দেখ বসে আছে মলিন বদনে ;