পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ কাণ্ড । স্বপ্ন । इन-दूछैौद । ममङ्ग-खेषां । এদিকে পোহায় দেখ সুখ-বিভাবরী লোহিত-বরণী উষা, আসিয়া সুন্দরী, সখীভাবে দিয়া কর পূৰ্ব্বাশার গলে, হাসি হাসি দাড়াইল উদয় অচলে । হেরে সে যুগল রূপ হিংসায় যামিনী দ্রুতপদে আস্তাচলে চলে বিনোদিনী । একেবারে সুখ-রাজ্য করি পরিহার যাইতে সরেনা মন ; তাই অন্ধকার যায় যায় যায় যেন যাইতে না চায়, নিশার অঞ্চল রূপে পশ্চাতে লোটায় । শাখী-শাখে নিজ নীড়ে ছিল পাখীগণ, সেইখানে এবারতা ঘুষিছে পবন । একে একে উঠে তারা নিদ্রা পরিহরে ঃ বন্দী-ভাবে, তাম্রচুড় থাকি বনান্তরে বলিছে পতত্ৰিগণে ডাকি উচ্চস্বরে ;– ‘উঠরে উঠরে ভাই ! নিশি অবসান, ঘুমান প্রকৃতি মাতা, উঠ করি গান, সকলে জাগাই তারে ; পোহাল রজনী ; উঠ উঠ ; পুৰ্ব্বাচলে এল দিনমণি।