পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छङ्ग ॐ क७ ।। ♥ጫ সেই রবে দধিমুখ নিদ্রা পরিহরে, আবাস-কুলায় ছাড়ি তরু শাখাপরে, ‘জয় জগদীশ’ বলে আসিয়া বসিল ; মধুর মুরলী তার বসি বাজাইল । সারানিশি বনে বনে ভ্ৰমি নিরস্তর প্রচণ্ড শাৰ্দ্দল এবে হইয়া কাতর, মৃদুপদে হেলে দুলে নিজ স্থানে যায় ; শৃগাল শৃগালী এবে স্বস্থানে পলায় । এখনো মৃগের শিশু মুদিয়া নয়ন, সঙ্কোচিয়া চারি পদ ফিরায়ে বদন ; অকাতরে নিদ্রা যায় তৃণের শয্যায় ; রহেছে মাতার পাশে, নাহি কোন দায়। কেবল হরিণী-মাতা উঠি এতক্ষণে, দাড়ায়ে চাটিছে জঙ্ঘা আপনার মনে । কারাগৃহে কারাবাসী রহেছে নিদ্রায়, পরিশ্রান্ত কলেবর গতাসুর প্রায় । সারানিশি জাগরণে কারারক্ষী নর ঢুলু ঢুলু অাখিপাত, নিদ্রায় কাতর ; ধীরে ধীরে নিজস্থানে হয় অগ্রসর – উচ্ছলিত হয়ে যথা তটিনীর জল, তৃণ গুল্ম লতা পাতা ডুবায় সকল ; সেরূপ অর্ণধার জলে হইয়া মগণ, ভূধর বিটপি আদি ছিল এতক্ষণ ; ক্রমে জোয়ারের জল হইছে বাহির,