পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ব্বাসিন্তের বিলাপ | একে একে তারা যেন তুলিতেছে শির ! সুনীল তামস বাসে বাপি সৰ্ব্বকায়, এখনো করাল সিন্ধু রহেছে নিদ্রায় ! দ্রুত পদে বায়ুমবে যায় জাগাইয়া ; জলস্থল উঠে যেন নয়ন মুছিয়া । জন-স্থানে—শিশুগণ উঠি এতক্ষণে কঁাদিতেছে মা মা রবে ; ভবনে ভবনে একে একে উঠিতেছে কল কল রব । ছাড়িয়া সুখের শয্যা শ্রবজীবি সব দলে বলে নিজ কাষে হইছে বাহির ; সারানিশি গাত্ৰ-দাহে থাকিয়া অস্থির, পীড়িত আভাগ এবে তামসী নিশায় ‘দূর হও’ বলে যেন দিতেছে বিদায় । কোন স্থানে মেষ-পাল উঠি এতক্ষণে গুণি গুণি মেষদল আনন্দিত মনে, একে একে গৃহ হতে করিছে বাহির । থাকি রত দিবানিশি কাজে প্রহরীর, কাতর কুকুর এবে, মুদিয়া নয়ন, মোহিনী নিদ্রার কোলে আছে অচেতন । কোথা বা গৃহস্থ কেহ মেলিয়া নয়ন, গগণে উষার কর করি দরশন ; নিজ গৃহে করে গান সুললিত স্বরে , পবন সে গীত লয়ে ফেরে ঘরে ঘরে ।