পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5छूर्थ क७ ।। yసి পালী-গৃহে পারাবত মুখের শয়নে প্রিয়ার নিকটে বলি, মুদিত নয়নে, অকাতরে মনোমুখে নিদ্রাভোগে ছিল, আসিল মুহাসি উষা, আশা প্রকাশিল পালী-গৃহ ছাড়ি ক্রমে যায় অন্ধকার, নিদ্রা-ভঙ্গে মেলি অাখি, করিয়া বিস্তার, একে একে পক্ষ পদ ; আলস্য ভাঙ্গিয়া, প্রেয়ীর চঞ্চ পুটে চঞ্চ পুট দিয়৷ বকম বকম রবে প্রণয়ের ভরে, উঠ প্রিয়ে’ বলে যেন জাগায় অাদরে । কোথা বা গো-গৃহে বৎস রয়েছে বন্ধনে, এখন পোহায় নিশি, ব্যাকুলিত মনে মা, মা করে বার বার করিছে চীৎকার ; অন্য স্থানে বদ্ধ থাকি জননী তাহার । পারে না আসিতে তথা ; চঞ্চল অন্তর ফেরে ঘোরে হোক হোক করে নিরন্তর । যুবক দম্পতী, কোথা মুখের শয়নে অকাতরে নিদ্রা যায় প্রেম আলিঙ্গনে । উষার আলোক আসি জাল-রন্ধ দিয়া, তামস-বসন যেন লইল টানিয় ; এবে সে যুগল রূপ হেরিবার তরে, কৌতুকী পবন যেন প্রবেশি সে ঘরে, ধীরে ধীরে কাছে বসি মশারি তুলিল, অমনি জাগিয়া যুবা নয়ন মেলিল ।