পাতা:নীতি-সন্দর্ভ.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা। নীতিসন্দর্ভ আমার প্রিয় বন্ধু সতীশচন্দ্র দেব বি,এল, মঙ্গশয়ের সরসলেখনীপ্রসূত। সতীশবাবুর বিদ্যাবুদ্ধি, ধৰ্ম্মভাব, চরিত্রবল ও বঙ্গভাষার লিপিকুশলতার প্রশংসা করা আমার অন্যায় ; তিনি আমার পরমসুহৃদ ; কেবল এইমাত্র বলিতে পরি, সাধারণে একবার নীতিসন্দর্ভ পাঠ করিয়া দেখুন, শ্ৰীভূমি শ্ৰীহট্টের কত রত্ন উপযুক্ত স্থযোগের অভাবে, স্বকীয় জ্ঞানের ভাণ্ডার লুকাইয়। রাপিয়াছে। আমি শ্রদ্ধাভাজন সতীশচন্দ্রকে সাধারণের সমক্ষে উপস্থিত করিলাম। আশা করি, শ্ৰীহট্টবাসী এই প্রধাণলেখকের নবীনগ্রন্থের প্রকৃতমৰ্য্যাদা রক্ষা করিবেন। {ল চব, 、リ পৈশাপ ; | শ্ৰীভুবনমোহন দেবশৰ্ম্মা | ১২.২০ পঙ্গাব্দ ।