পাতা:নীতি-সন্দর্ভ.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W2 নীতি-সন্দর্ভ । به سا-میایی S AAAAAA AAAASASAS SSAS SSAS SSAS SSAS SSASAAA AAAA AAAA AAAA SAAAAA S WikitanvirBot (আলাপ) - مین میمہ" عہے এইরূপ প্রায়ই দৃষ্ট হইয়া থাকে। সন্তান মাতৃস্তম্ভ ছাড়িয়া জীবনের অন্য একটা সোপানে আরোহণ করে । এই সময়ে সে সঙ্গিগণের সম্পূর্ণ আয়ত্ত হইয়া পড়ে। তখন সৎসঙ্গ পাইলে সে নিজেও সৎ হয়, অসৎ-সঙ্গ পাইলে অসৎ হয়। গুণ ও দোষ সদসৎসংসর্গ হইতে উৎপন্ন হয় । সৎসঙ্গ যেমন নানা গুণের আকর, অসৎসঙ্গ তেমনি নানা দোষের আধার। সৎসঙ্গগুণে মহাপাষণ্ডেরও আভু্যথান হয় এবং অসৎসঙ্গদোষে সংযমী সাধুপুরুষেরও পতন হয়। সর্বদা অসৎসঙ্গে থাকিলে, সৎ লোকে ও অন্তের নিকট অসং বলিয়া প্রতীত হন। একটী গল্প আছে,—দশরথ-তনয় রামচন্দ্র যখন সীতার উদ্ধারার্থে সমুদ্রে সেতুবন্ধন করিতে আরম্ভ করেন, তখন সমুদ্রদেব তৎসমীপে উপস্থিত হইয়া বলিলেন,——“প্রভো ! কি অপরাধে আমাকে বন্ধন করিতেছেন" । রামচন্দ্র উত্তরে বলিলেন— “ঘোর পাপী দুষ্ট রাবণ তোমার তীরদেশে অবস্থিত থাকায় তুমি সংসৰ্গদোষে দুষ্ট এবং সেই জন্যই তোমার এই শাস্তি" । গল্পটা বড়ই শিক্ষাপ্রদ। নিত্যই দৃষ্ট হয় যে, অপরাধীর সংসর্গে থাকিয়া অনেক নিরপরাধ ব্যক্তি ও কেবল সংসৰ্গদোষে ধৰ্ম্মাধিকরণে শাস্তিভোগ করিয়া থাকেন । অসৎসঙ্গ বলিতে কেবল দুস্টলোকের সহিত মিশামিশি বুঝায় না। কুগ্ৰন্থ পাঠ, কুচিত্র দর্শন, কুসঙ্গীত শ্রবণ ইত্যাদি সমস্তই অসৎসঙ্গ-মধ্যে পরিগণিত। সুতরাং যাহা পাঠ করিলে,