পাতা:নীতি-সন্দর্ভ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীতি-সন্দর্ভ । سb


- ----WikitanvirBot (আলাপ) ১২:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)-- -----------------------------------------------------سره

আছে,—দেবর্ষি নারদ এক দাসীর পুত্র, তিনি প্রভুকর্তৃক সাধুসেবায় নিয়োজিত হইয়াছিলেন । সাধু-সহবাসে র্তাহার চিত্তশুদ্ধি হয়। সাধুদিগের নিকট সর্বদা মনোহর ধৰ্ম্মকথা শুনিয়া তিনি হরিভক্তিপরায়ণ হইয় উঠেন । পরিণতবয়সে সমাজই অধিক পরিমাণে সন্তানের শিক্ষার স্থল হইয়া উঠে। তৎকালে সমাজের সামর্থ্য তাহার নিজের সামর্থ্য ও সমাজের সুখদুঃখই তাহার নিজের সুখদুঃখ । তখন সমাজেই সে সম্পূর্ণ গা ঢালিয়া দেয়, সেই স্রোতঃ যে দিকে ভাসাইয়া লইয়া যায়, সে সেই দিকেই চলিতে থাকে ; ইহার বিপরীতদিকে চলিবার তাহার ক্ষমতা বড় বেশী থাকে না । তাহার সমাজস্থ লোকের হৃদয় যদি অসৎভাবে পূর্ণ থাকে, তবে সে অসদ্ভাবাপন্ন না হইয়াই থাকিতে পারে না । তাপিচ সমাজস্থ লোকের হৃদয় যদি সৎভাবে পূর্ণ থাকে, তবে তাহার হৃদয়ও সৎভাবে পূর্ণ হইয়া থাকে । যে সমাজে শিশুসন্তান শৈশব হইতে অবস্থান করে, সেই সমাজের আচার-ব্যবহার, রীতি নাভি, চলা-বসা প্রভৃতি সকলেরই সে অনুকরণ করে । কয়েক বৎসর অতীত হইল, একজন ইংরেজ একটা ব্যাস্ত্রীর প্রাণবধ করিয়া একটী অত্যাশচনা শিশুসন্তান প্রাপ্ত হয়েন । ঐ শিশু মনুষ্যগর্ভসস্তৃত, কিন্তু অরণ্যে পশুসমাজে লালিত পালিত হওয়ায় সম্পূর্ণ পশু প্রকৃতি লাভ করিয়াছিল । সে পশুর মত হস্ত ও পদের উপর ভর করিয়া যাতায়াত করিত : মানুষের মত সোজা হইয়া দাড়াইতে পারিত না । স্বৰ্গীয় মহাত্মা