পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ত্তব্যানুষ্ঠান। V6. সমানস্বার্থবিশিষ্ট, যাহাদের সুখ দুঃখ, অভাব অভিযোগের সহিত আমার নিজের মুখ দুঃখ, অভাব অভিযোগ অভিন্নভূমিতে অবস্থিত, যাহাদের সম্পদ বিপদ আমার নিজের সম্পদ বিপদ অর্থাৎ সমুদয় বিষয়েই যাহাদের সহিত আমার স্বার্থ একসূত্রে গ্রথিত, তাহারাই আমার স্বজাতি এবং আমার স্বজাতির দেশ বা বাসস্থানই আমার স্বদেশ। স্বজাতির মঙ্গলের জন্য, স্বদেশের শ্ৰীবুদ্ধিসাধনের জন্য সকলেরই প্রাণপণে যত্ন করা কৰ্ত্তব্য । কিন্তু স্বদেশের উন্নতিসাধন করিতে হইলে স্বদেশের প্রতি অনুরাগ বা ভালবাসা থাকা আবশ্যক। যদি স্বদেশের প্রতি অনুরাগ না থাকে, তবে স্বদেশের উন্নতিসাধনের ইচ্ছা কেবল পঙ্গুর গমনেচ্ছার ন্যায় নিস্ফল । যেমন ব্যক্তিবিশেষের প্রতি ভালবাসা জন্মিলে সেই প্রিয়পাত্রের অভাবমোচন করিতে প্রাণপণে চেষ্টা করা যায়, সেইরূপ স্বদেশ বা স্বজাতির প্রতি ভালবাসা জন্মিলেই স্বদেশের অভাবের প্রতি দৃষ্টি পড়ে এবং সেই সকল অভাব মোচন করিবার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করি। কিন্তু যেমন ব্যক্তিবিশেষের প্রতি ভালবাস জন্মিবার পূর্বে তাহার সহিত পরিচয় হওয়া আবশ্যক, সেইরূপ স্বদেশের প্রতি ভালবাসা জন্মিবার পূর্বে তাহার সহিত পরিচিত হওয়া আবশ্বক। স্বদেশের বা স্বজাতির মুখ দুঃখ, অভাব অভিযোগ প্রভৃতি বিশেষরূপে জানিতে হইবে । স্বদেশের উন্নতিসাধনের বা স্বদেশের প্রতি কৰ্ত্তব্যপালনের মূলভিত্তি স্বদেশপ্রীতি বা স্বদেশপ্রেম। বড়ই আক্ষেপের বিষয়,