পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

==ਭੋਂ 1 জীবের অধিষ্ঠান-ভূত ধরিত্রী যখন বাল্যক্রীড়ায় রত ছিলেন, যখন র্তাহার সন্তানগণ পশুহনন করিয়া জীবনধারণ করিত, তদানীন্তন অবস্থার সহিত বৰ্ত্তমানের তুলনা করিয়া দেখিলে ইহা স্পষ্টই প্রতীয়মান হয় যে, আমরা অধুনা পুরাকালের তুলনায় উন্নতির একটা উচ্চতরসোপানে অবস্থিত। এক্ষণে জিজ্ঞাস্ত, এই উন্নতির কারণ কি ? ইহার কারণ উদ্যম ও অধ্যবসায় । কৰ্ম্মই আমাদের উন্নতির উৎসস্বরূপ ; ইহাই সুকৃতি ও দেবত্ব লাভের একমাত্র উপায় । বস্তুতঃ কি উপায়ে আমাদের কৰ্ম্ম করিবার শক্তি বৰ্দ্ধিত হইতে পারে এবং কৰ্ম্মকর্তৃগণের কি কি গুণ থাকা আবশ্বক, তৎসমুদয় অতি সংক্ষেপে উল্লেখ করাই এই প্রবন্ধের উদেশ্য। সৰ্ব্বনিয়ন্তা পরমেশ্বর কৰ্ম্ম করিবার জন্যই আমাদিগকে ধরাধামে প্রেরণ করিয়াছেন এবং কৰ্ম্ম করিবার দুইটী উপায়ও দিয়াছেন ; তাহার একটী শরীর ও অন্যটা মন । এই দুইটার সাহায্যে আমরা সংসারে যাবতীয় কার্য সম্পাদন করি, সুতরাং ইহাদের যত পরিণতি হইবে, আমাদের কৰ্ম্ম করিবার শক্তিও ততই বৃদ্ধি পাইবে । আমাদের শারীরিক ও মানসিক পরিণতির অনেক উপায় আছে, তৎসমুদয় সবিস্তার বর্ণন করা আমাদের উদ্দেশ্য নহে;