পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-8 নীতি-সন্দর্ভ । নিজের মুখস্বাচ্ছন্দ্যের প্রতি দৃষ্টি না করিয়া, নিজের জীবন তুচ্ছ ভাবিয়া ঔষধ ও পপ্যাদি লইয়া স্বয়ং মুনুযুর ঘরে ঘরে বেড়াইয়াছেন, তাহাদের শয্যাপার্শ্বে বসিয়া যামিনীযাপন করিয়ছেন। স্বদেশবাসিগণের দুঃখ দূর করিতে, দরিদ্রের অভাব ঘুচাইতে, এবং আর্ব ও বিপন্নজনের সাহায্য করিতে তিনি জীবনের শেষ দিনপর্য্যন্ত কায়মনোবাক্যে নিযুক্ত ছিলেন ; র্তাহার স্বার্থসিদ্ধি বা সুনামলাভের আকাঙক্ষ ছিল না । তিনি যাহাদের উপকার করিয়াছেন, অনেকসময় তাহদের দ্বারাই বিড়ম্বিত ও লাঞ্ছিত হইয়াছেন ; কিন্তু তাহাতে র্তাহার হৃদয়ের মহত্ত্ব ও কোমলতা বিনষ্ট হয় নাই ; সমবেদনাপ্রদর্শনের একটুও ব্যাঘাত ঘটে নাই । সেই বিশ্বজনীন প্রেম ভরা নদীর ন্যায় খরতরবেগে ধাবিত হইয়া পরে পশুপক্ষাতেও বিস্তৃতি লাভ করিয়াছিল। দুঃখীর দুঃখ দেখিলে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবেরও হৃদয় কাদিয়া উঠিত। তিনি তাহাদের দুঃখমোচনের জন্য ব্যাকুল হইয়া উঠিতেন । একদিবস পরমহংসদেব রাণী রাসমণির জামাতা মথুরানাথ বিশ্বাসের সহিত জলবায়ুসেবনোদ্দেশ্যে নৌকায় পরিভ্রমণ করিতে করিতে মথুরবাবুর জমিদারীর অন্তর্গত কলাইঘটনামক গ্রামে গিয়া উপস্থিত হইলেন। নৌকা তীরে লাগিব৷ মাত্র অসংখ্য নরনারী তাহাকে দেখিবার জন্য তীরে আসিয়া একত্রিত হইল। লোকগুলি জীর্ণশীর্ণ ও কঙ্কালসার ; দেখিলে বোধ হয় যেন তাহারা বহুকালাবধি অনশনে বী অৰ্দ্ধাশনে দিন যাপন করিতেছে। পরমহংসদেব ইহাদের এই