এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭
জীবনে আমার যত আনন্দ
পেয়েছি দিবসরাত
সবার মাঝারে তোমায় আজিকে
স্মরিব, জীবননাথ।
যে দিন তোমার জগৎ নিরখি
হরষে পরান উঠছে পুলকি
সে দিন আমার নয়নে হয়েছে
তােমারি নয়নপাত।
সব আনন্দ-মাঝারে তোমারে
স্মরিব, জীবননাথ।
বার বার তুমি আপনার হাতে
স্বাদে গন্ধে ও গানে
বাহির হইত পরশ করেছ
অন্তর-মাঝখানে।
পিতা মাতা ভ্রাতা প্রিয়পরিবার,
মিত্র আমার, পুত্র আমার,
সকলের সাথে হৃদয়ে প্রবেশি
তুমি আছ মাের সাথ।
সব আনন্দ-মাঝারে তোমারে
স্মরিব, জীবননাথ।
২
১৭