এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬৭
সে পরম পরিপূর্ণ প্রভাতের লাগি,
হে ভারত, সর্বদুঃখে রহো তুমি জাগি
সরলনির্মলচিত্ত; সকল বন্ধনে
আত্মারে স্বাধীন রাখি— পুষ্প ও চন্দনে
আপনার অন্তরের মাহাত্ম্যমন্দির
সজ্জিত সুগন্ধি করি, দুঃখনম্রশির
তাঁর পদতলে নিত্য রাখিয়া নীরবে।
তাঁ হতে বঞ্চিত করে তোমারে এ ভবে
এমন কেহই নাই— সেই গর্বভরে
সর্বভয়ে থাকো তুমি নির্ভয় অন্তরে
তাঁর হস্ত হতে লয়ে অক্ষয় সম্মান।
ধরায় হোক-না তব যত নিম্ন স্থান
তাঁর পাদপীঠ করো সে আসন তব
যাঁর পাদরেণুকণা এ নিখিল ভব।
৭৮