পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । । Ꮏ←© দিগকে পৰ্ব্বতীয় লোকের। ধরিয়া লইয়া গেল, তন্মধ্যে কেবল একজন ইউরোপীয় ডাক্তর बृहॆजॆन সাহেব দৈব রক্ষিতের ন্যায় জলালাবাদ আসিয়া মেং য়েল সাহেবকে কাৰলীয় অশুভ সংবাদ বিজ্ঞাপন করিলেন। জলালাবাদ দুর্গে মেং সেল সাহেব প্রায় मूहे সহস্র সৈন্য সহিত ও • কান্দহারের দূর্গে জেনেরল নট সাহেব প্রায় সপ্ত সহস্ৰ সৈন্যের সহিত বিপক্ষের দ্বারা অবরুদ্ধ থাকিলেন, বহু সহস্র বিপক্ষ উক্ত দুই নগর বেষ্টন করিয়া রহিল ১২ জানুআরি প্রাতে মেং নট সাহেব মনিৰ্ব্বচনীয় সাহস প্রকাশ পূর্বক দূর্গ হইতে বাহির হইয়া ক্ষণকাল যুদ্ধে যবন সেনাকে ছিন্নভিন্ন করিয়াদেন । ২২ জানুআরিতে মাখবর মহম্মদ খ অনূ্যন নয় সংস সৈন্য সমভিব্যাহ্বারে জলালাবাদ বেষ্টন করিয়া নানা প্রকার অত্যাচার করিতে লাগিল ঐ কালে দুৰ্গন্থ বৃটিস সৈন্য মধ্যে বিবিধ বিপদ ঘটনা হয়, বিশেষতঃ এক মাসের মধ্যে শত বার ভূকম্প হইয়াছিল তদুরা দুর্গের शूह, প্রাচীর ও সিংহ দ্বার ভয় হইয়া যায়; অনন্তর কাবলের বিলপনীয় অমঙ্গল সংবাদ ভারতবর্ষে উপস্থিত হইলু কণবলীয় কারাবদ্ধ স্ত্রী বালক ও মেং সেল. ও জেনেরল নট সাহেবকে উদ্ধার কারণ জেনেরল পালাক সাহেবকে বহুদল. সৈন্য সহিত গবর্ণমেণ্ট প্রেরণ করিলেন তাহার আগমন সংবাদে কাৰলে