পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ পঞ্জাব রাজ্যের ইতিহাস । পুরদ্বার লইয়া স্বনগরের সিংহদ্বার গ্রথিত করিয়াছিলেন জেন রল নট সাহেব কাবল জয়ের চিত্ন স্বৰূপ নগর ভগ্ন করিয়া ঐ দ্বার হিন্দুস্থানে লইয়া আইসেন। ঐ নগরের সান্নিধ্য পৰ্ব্বতে ७क श्रृङ्ग হ্রদ অাছে তন্মধ্যে অপবিত্র বস্তু নিঃক্ষিপ্ত হইলে তৎক্ষণাৎ বড় বৃষ্টি ও শিশির বর্ষণ হয়। এতন্নগরীয় পূৰ্ব্বতন রাজা শাহাবদিন সাল উৎপন্ন কর ৭ার্থে কাশ্মীর হইতে বাপযন্ত্র বেম ও অন্যান্য সাল নিৰ্ম্মাণে। পযোগি দ্রব্যাদি আনাইয়াছিলেন ঐ কালে কোন অশুভ ঘটনা হওয়াতে তাছার মনে ঐ উৎসাহ ङक्र.श्रॆन यानि । কান্দহার । কান্দহার রাজ্য দৈর্ঘ্যে কলাত বনজার হইতে গৌরীস্থান পৰ্য্যন্ত ১৫• ক্রোশ ও সিন্ধুহইতে ফরাস্থান পূৰ্য্যন্ত ১৩ ক্রোশ পরিসর, তাহার পূৰ্ব্বভাগে সিন্ধুনদী পশ্চিমে কাবলের ফরা স্থান উত্তরে গৌরীস্থান এবং দক্ষিণে সিউয়িদেশ, এইরাজ্যের . রাজধানীর নাম কান্দহার, ঐ নগরের অদূরে এক বৃহৎ প্রাচীন নগরের ভয়াট্টালিকা প্রভৃতি চিকু দৃষ্ট হয় ঐ স্থান গেীর বংশীয় রাজা গণের রাজধানী ছিল, কান্দহার নগরের পঞ্চক্রোশাস্তরে আজদার নামক পৰ্ব্বতে এক আশ্চর্য গৃহবর আছে তন্মঞ্চে বায়ু সঞ্চার নাই অথচ তাঁহাতে দীপালোক নীত হইলে তৎক্ষণাৎ নিৰ্ব্বাণ হইয়া যায়। এই রাজ্য মধ্যে