রাজ্যখণ্ড । ఏ(t বহিস্কৃত করিয়াদেন তিনি পলায়ন পূৰ্ব্বক দক্ষিণ রাজ্যের রাজা অমৃত রায়ের শরণাপন্ন হইয়া রহেন ঐ রাজা মৃত্যু পূৰ্ব্বে কালুরায়কে কন্যা ও রাজ্য দান কুরিলেন, ঐ ভাৰ্য্যা গর্তে সুধীরায় নামক সৰ্ব্বগুণোপেত এক-পুত্রোৎপত্তি হয়, ঐ পত্র কালাত্যয়ে মহাবীৰ্য্যবান হইয়া সৈন্য সামন্ত লইয়া পঞ্জী बाजन्म পূৰ্ব্বক আপন পিতৃব্যকে পরাভূত করিয়া লাহোর সিংহাসন গ্রহণ করত পরাভূত রাজ্যকে পরিবারের সহিত দেশ হইতে তাড়াইয় দেন, ঐ রাজা অন্যগতি রহিত হইয়া সপরিবার মুক্তিধাম কাশীবাস করিয়ারহেন, একদিবস বেদ ধ্যয়ন কালে জ্ঞাত কইলেন যে মনুষ্য স্বদেহে দ্বেষ"বৈষম্য ও নিদৱতাৰূপ পাপ সত্ত্বে কদাচ পরম কারুণ্য জগদীশ্বরের করুণা প্রাপ্ত হইতে পারেন এতদূর তাহার হূদয়ে বিবেকের উদয় হইয়। চিন্তা করিল্লেন যে আমি ক্রোধ হিংসার বশাধীন আপন জাতাকে রাজ্য হইতে দূর করিয়া অন্যায়ে তদ্ধনাপহরণ করিয়াছি, ভ্রাতা লোকান্তরগামী হইয়াছেন এক্ষণে অপ রাধ মার্জন বিষয়ে ভ্রাতুষ্পপুত্র সুধীর সদয়তা ও কৃপা ব্যতি রেকে আমার গত্যন্তর নাই এই চিন্তা করিয়া পুনৰ্ব্বার পঞ্জাবে আগত হইয়া সুধীর সমীপে ক্ষম। গ্রার্থনা করাতে সুধীরায় তাহাকে আদরের, সহিত নিকটে রাখিয়া তাহার স্থানে বেদ শ্ৰৰণ করিতেই তাহাঁর মনে জ্ঞান বৈরাগ্যের উদয় হয় এবং পিতৃব্যের পদাবনত হইয়া কহেন আপনি ೫ ಇTH
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।