পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

う>b" *छांद ब्लांटछात्र हैठिइनि । পৰ্ব্বত মধ্যে পলাইয়া রছে, তদবধি ত্রিংশৎ বৎসর পর্যন্ত তাহারদিগের কোন উচ্চরাচ্য শ্রবণ করা যায়নাই যৎকালে নাদের শাহ বাদশাহ হিন্দুস্থানাগমনোমুখ হইলেন তৎকালে পঞ্জাবের সধন নিৰ্দ্ধন প্রজাগণ ধন প্রাণ লইয়া পৰ্ব্বতারণ্যে পলাইয়া যায়, ঐ সময় নির্দয় শীকের পলায়িত গণের ধন সমূহ ཧཱཉི་ཤ་ করিয়া তদ্ধনে পৰ্ব্বতের নিকট রবীনদী তীরে এক মৃন্ময় দুর্গ নিৰ্মাণ করত তন্মধ্যে ছিল, যেকালে উক্ত শাহ হিন্দুস্থান লুণ্ঠন পূৰ্ব্বক প্রচুর ধনু আত্মসাৎ করিয়া কাবল যাত্রা করিলেন ঐ সময়েশীকের ब्राजिंप्यारी তাহার শিবির আক্রমণপূৰ্ব্বক বহুধন লুঠিয় লয়, তাহার পর দিল্লী সিংহ সনের ক্ষীণতায় ও নাদের শাহার মৃত্যু ঘটনায় তাহার সাহসী হইয়া দসু্য বৃত্তিকে ধৰ্ম্মজ্ঞান পূর্বক পঞ্জাবের নানাস্থান লুণ্ঠন করিয়া অমৃতসর নগর পুনরধিকার করিলেক । ইং ১৭৪৬ সালে শীকের লাহোরীয় গবরনর মীর মানুর রাজকীয় শাসনের ক্ষীণত দর্শনে কৃষ্টচিত্ত হইয়া রাবী ওশতদ্রু নদীর মধ্যে জলন্দর দেশ অধিকার করিয়া ছিল, মীর भान् উহারদিগের-দমনার্থ আদিন বেগ নামক সেনাপতিকে পাঠা ইয়া দেন, তিনি আনন্দপুর মকবল স্থানে উছারদিগকে পরাভব করত মুলোৎপাটন না করিয়া ধরং গোপনে সম্প্রীতি করিয়াছিলেন তদ্বারা শীকেরা স্থানভ্রষ্ট না হইয়। স্ববৃত্তি ত্যাগ করত কিছুকাল সাম্য ভাবে ছিল।