পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃত্তখণ্ড | సిసిసి भैौज़ মানুর লোকান্তর গমনের পর তাহারদিগের cनोडाशा বশত দিল্পী হইতে শীক মিত্র অর্মদন বেগ শাসন কত পদে নিযুক্ত হওত লাহোরে আসিয়া নাগর্য ও রাজকাৰ্য সুধার্য পূৰ্ব্বক শীক জাতিকে আফগান দেশ বিলুণ্ঠন করণ কারণ প্ররোচনা দিবাতে তাহারা নানাদলে বিভক্ত পঙ্গপালের ন্যায় পতিত হইয়া কাবলের নানাপ্রদেশ লুণ্ঠন করিয়াছিল, তাহাতে আমদ শাহ আবেদালি সক্রোধ হইয়া শীক জাতির ও আদিনাবেগের প্রতিকারুর্থ হিন্দুস্থান আক্রমণ করেন, তৎকালে রামগড়ের কাপুর সিংহ প্রভৃতি শীক সরদারের আদিন বেগের সহিত একত্রিত হইয়। আফগানীয়ের সহ যুদ্ধে প্রবর্ত হওত ভীষণ সংগ্রামে তাহারদিগের বহুশত সৈন্য নিহত করিয়া পরিণামে পরাভূত হয়, তাহার পর হিন্দুস্থান লুণ্ঠন করিয়া আমদ শাহ আবেদলির স্বদেশ যাত্রা কালীন শীকের র্তাহার লুণ্ঠিতাৰ্থ লুঠিয়া লইবায় তাহারদিগের প্রতি কারার্থ জাহান খাকে ও তাছার পুত্র তৈমুর থাকে বহুসহস্র সৈন্য সহিত লাহোরে রাখিয়া যান, উক্ত তৈমুর গ৷ প্রথমতঃ অমৃতসর নগরে পতিত হইয়া তত্ৰত শীক সেনাকে ছিন্ন ভিন্ন করিয়া নগর ভঙ্গ করত লাহোরে আইসেন, শীক জাতিরা এই ব্যাপারে ঘোরতর কুপিত হইয় প্রায় পঞ্চাশৎ সন্ত্ৰ লোক একত্রিত হওত উজির জাহান খাকে সম্মুখ সংগ্রামে আহত করিয়া লাহোরাক্রমণ করলেক ঐ সময়ে