পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ পঞ্জাব রাজ্যের ইতিহাস । ব্যাপিয়া গুরুতর অত্যাচার করিয়াছিল। ইং ১৭৬২ সালে আমদ শাহ আবেদালি মহারাষ্ট্ৰীয় সৈন্য গণের পঞ্জাব হইতে স্বদেশ গমন ও আদিন। বেগের মৃত্যু বিবরণ শ্রবণ পূৰ্ব্বক পূনৰ্ব্বার হিন্দুস্থান আক্রমণ করত পানিপত কর্ণালের মহা যুদ্ধে মহারাষ্ট্রীয় সেনাদিগকে পরাজয় পূর্বক দিল্লী অধিকার করিয়৷ ১৭৬৩ সালের প্রারম্ভে পঞ্জাবে প্রত্যাগত হইয়া অমৃত সর নগরের যাবদীয় দেবালয় অট্টালিকা সমভূমি করিয়াদেয়, নগর রক্ষার্থশীকের দুই দিবস পর্যন্ত তুমুল যুদ্ধ করিয়া শেষ নিস্তেজ হয়, তাহার পর ণীকের সরহিন্দ নগরের সমীপে প্রায় পঞ্চাশৎ সহসু লোক একত্রিত হইয়াছিল কিন্তু তাহার। সৰ্ব্বতে ভাবে যুদ্ধে প্রস্তুত হইতে না হইতে আবেদলি তাহার দিগের প্রতি আক্রমণ করাতে ব্যাপক কাল পর্যন্ত রণোন্মও উভয় সৈন্যের যুদ্ধ জয় পরাজয় নিশ্চয় হয় নাই, পরে শীকের পক্ষে প্রায় বিংশতি সছস সৈন্য রণস্থলে নিহত ও আহত হও য়াতে অবশিষ্ট লোকের অরণ্যে পলাইয়া যায়। . আমদশাহ আবেদালির ইং ১৭৬৪ সালে স্বদেশ গমনের পর পুনৰ্ব্বশ্ব শাকেরা,পঞ্জাবাধিকার করিয়া লয়, কিন্তু আবে দলির भूल्नु; কাল পর্যন্ত পঞ্জাবের স্বামিত্ব করিতে পারে নাই উন্থার অবিশ্রান্ত ৰূপে আফগান জtfতর সহিত यूरक লিপ্ত ছিল, আবেদলির মরণের পর শীক জাতির ধূৰ্ত্ততায় রণ দক্ষতায় ও যুদ্ধশ্রম সহিষ্ণুতায় আফগানীয়ের ক্রমশ ক্ষীণ