১২৮ পঞ্জাব রাজ্যের ইতিহাস । সিংহকে বিটাল নগর ও তারা সিংহকে কালানুর নগর ও তৎসংসৃষ্ট রাজ্যদান করিলেন, কিছুদিন পরে সরদার জয় সিংহ ঘ নয়ার সহিত यूर्क উপস্থিত হইয়া উভয় পক্ষীয় বহু সৈন্য রণভূমে পতিত হওঁনের পর জয় সিংহ ঘনিয়ার পুত্র গুরুবক্স সিংহ পরাক্রম পূৰ্ব্বক মালা সিংহ ও তার সিংহকে পরাভূত করিয়া ৰিটাল ও কালানুর রাজ্য কড়িয়া লন, এমতে জয় সিংহ আপন পুত্রের বীরত্বে মহা পরাক্রম শালী কইরা পঞ্জাবের অধিকাংশ দেশাধিকার করিয়া শেষে বামগড় বেস্টন করিয়াছিলেন কিন্তু গ্রহণ করিতে পারে নাই, যশাসিংহ জয়সিংহের গমনের পর পুনৰ্ব্বার কালানুর আ ক্রমণ করিয়া পরাভব পাইয়া আইসেন কিন্তু অবিশ্রান্ত ৰূপে জয়সিংহের সহিত র্তাহার যুদ্ধ হইয়াছিল জয়সিংহের জয়যুক্ত পুত্রের মৃত্যু হওয়াতে কিছুকাল স্থার প্রতি গুরুত্বর অত্যাচার করিয়াছিলেন, সুনন্তর মাল সিংহ ও তারা সিংহ লোকান্তরিত হইলে যশ সিংহ ক্ষীণতাকে প্রাপ্ত হইয়া লোকা স্তর গমন করেন, তৎপুত্ৰ যেtধসিংহ ও বীরসিংহ রামগড়ে বাস করিয়া,থাকেন কিন্তু তাহারদিগের ক্ষীণতা দর্শন করিয়া তার সিংহের পুত্র দেওয়ান সিংহ অধিকাংশ রাজ্য বলক্রমে কাড়িয়া লন পরে মহারাজ রণজিৎ সিংহ যদ্ধ দ্বারা দেওয়ান সিংহ ও বীর সিংহ প্রভৃতিকে পরাজয় পূৰ্ব্বক তিন দিবসের মধ্যে রামগড় ও ভূধীন দেড়শত ক্ষুদ্র বৃহদুর্গাধিকার করিয়া
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।