বৃত্তখণ্ড | > 56: পরাজিত হন, কথিত আছে শাদারা নগরের সংগ্রাম তাহার সহোদরার মধ্যস্থতায় নিবারণ হইয়াছিল, তিনি আত্ম পর ক্রমে গুজারওয়ালা স্থানাধিকার পূৰ্ব্বক जे नशब्र রাজধানী করিয়াছিলেন। উক্ত সিংহ অতিসার ,রোগে দ্বাত্রিংশদ্বর্ষে ইং ১৭১২ সালে গুজরিওয়াল নগরে পঞ্চস্থ প্রাপ্ত হন। কোন২ গ্রন্থ কৰ্ত্ত কহেন যে রণজিৎ সিংহের অষ্টবৰ্ষ বয়ঃক্রম কালে ইং ১৭৮৮ সালে ২৮ বর্ষ বয়সে মহা সিংহের भूङ्गा झ्झ। ইতি পঞ্জাবেতিহাসে বৃত্তখণ্ড তৃতীয় পরিচ্ছেদঃ সমাপ্তঃ । মহারাজ রণজিৎ সি^হের জীবন চরিত্র । ইং ১৭৮০ সালের ২ নবম্বরে গুজারওয়ালা নগরে মহারাজ রণজিৎ সিংহের জন্ম পরিগ্রহ হয়, বাল্যকালে পিতৃ হীনতা প্রযুক্ত-বিদ্যাধ্যয়নে বিমুখ ও বসন্ত রোগে কাণ চক্ষু হন, মহাসিংহের মরণের পর রাজা জয় সিংহ বশিরভাহাকে বিটাল নগরে আনাইয়া মহাসমারো পূৰ্ব্বক অলপন পৌত্রী মাতাব কুমারীর সহিত বিবাহ দেন,খ্যাত আছে যে ঐ কন্য সধাকুমারীর গর্ভজাত নছেন, মহাসিংহের সহিত মৈত্রীকরণ । কারণ সুধাকুমারী দাসী কনfাকে স্বকন্যা বলিয়া তৎপুত্র রণ জিৎ সিংহের সহিত সম্বন্ধ নির্ণয় করিয়াছিলুেন,রণজিৎ সিংহের
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।