পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃত্তখণ্ড l >\)) শের সিংহকে স্বস্থান যাইতে পরামর্শ দেন তদনুসারে শের সিংহ সিংহাসন ত্যাগ করিয়া নিজালয়ে চলিয়াযান তৎপশ্চাৎ ধ্যান সিংহ স্বভ্রাত রাজা গোলাব সিংহ ও আত্মপুত্ৰ হীরা সিংহকে লাহোরে রাখিয়া স্বদেশে গমন করিলেন । এতদ নন্তরে রাণী চন্দ্রকুমারী রাজ্যাধিকারিণী হইয়া আতর সিংহকে প্রধান সচিবত্ব পদাভিষিক্ত করত রাজ্য করিতে লাগিলেন । শের সিংহের দ্বিতীয় বার রাজ্য লাভ বিবরণ।

  • -*.

রাজ শের সি~ই নিজালয়ে উপস্থিত হইয়া গোপন সোপানে আত্মপক্ষীয় ইউরোপীয় সৈন্যাধ্যক্ষ দিগকে এবং ধ্যান সিংহকে পত্র লিথিয়৷ স্বকাৰ্য সাধনের তাবদনুষ্ঠান স্থির করিয়া অনূ্যন চারি মাসের পর ৫•• শত হয়াৰূঢ় সৈন্য সহিত লাহোর যাত্র করলেন, তিনি প্রথমত লাহোরের আদূরে মনসিল্পর এবেটেৰিলি সাহেবের বাস স্থলের নিকট চুমিয়ারি স্থানে উপস্থিত হইলে তন্নিকটে অনেকানেক সৈন্যগণ নানা স্থান হইতে আসিত্ত্বে নাগিল, তৎপরে ধকল সিংহ প্রভৃতি সেনাপতি গণ ও রাজা সচেত সিংহ এবং জেনরল বেণ্টর সাহেব তাহার সহিত মিলিই হইয়া প্রায় পঞ্চাশৎ সহস্র সৈন্য দ্বারা নগর, বেষ্টিত করিলেন, রাণী ভীত হইয়া নগ রীয় দুর্গদ্বারাৰবোধ করিতে আজ্ঞাদিলেন তদনন্তুর উভয়পক্ষে তন দিন পর্যন্ত ঘোরতুর যুদ্ধ হইলে রাজ ধ্যাম সিংহ স্বদেশ P