বৃত্তখণ্ড | ">SのNう পঞ্জাবরাজীর প্রাণনাশ ও সৈন্য গণের অবাধ্যত৷ বিবরণ। তদনন্তর রাণী চন্দ্রকুমার সিন্ধানওয়াল অজিত সি হকে আনাইয়া স্বকার্যের ভারাপণ পূৰ্ব্বক গোপনে শের সিংহের বিরুদ্ধ চেষ্টায় অভিনিবিষ্ট হইলেন রাজা গোলাব সিংহ ও ধ্যান সিংহ জয়ূনগর যাত্রা করিলেন ঐ কালে প্রচারিণী রাণীর তিনজন সঙ্গিনীর শের সিংহের মন্ত্রণাদিষ্ট হইয়া এক” রাত্রে রাণীকে প্রস্তরাঘাতে বিনষ্টা,করিলেক, অজিত সিংহ পনৰ্ব্বার বৃটিসাধিকারে পলাইয় আইলেন তস্যপরে শের সিংহ সিন্ধানওয়ালা ও অন্যান্য রাণীর সপক্ষ সরদার দিগের বৃত্তিচ্ছেদ ও জায়গীর অসিদ্ধ করিয়া লইলেন। তাহাতে খালস। সৈন্যেরা বিৰূপ চুইয় প্রথমত আপনারদিগের বেতন বৃদ্ধির নিমিত্তপ্রার্থনা করিল, ੋੜ সিংহ সৰ্ম্মতন হইলে তাহার একদা লাহোর লুণ্ঠন ७ अनूनि দুই সহস্র রাজ ভৃত্য হুনুন করিয়া অবাধ্যতাৰূপে নানা প্রকার দৌরাত্ম্য করিয়াছিল ঐ কালে কাশ্মীর ও’ भृशडारनङ्गं গবরনর ও পেশোয়ারের মধ্যে কর্ণেল ফর্ড সাহেব ও মন্দদেশে এলপুটনণ্ট ফোলকেস সাহেব স্বীয়২ অধীনস্থ সৈন্য হস্তে নিহত হন, জেনরল কোর্ট সাহেব ও সেনাপতি বেন্টুর সাহেবের অধীনস্থ সৈন্যের স্বস্ব স্বামির সৰ্ব্ব সম্পত্তি লুঠিয় লয়ু সাহেবের রাজপুরে লুকায়িত হইয়া
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।