झुtछJदै७ । ৩ পূঞ্জাবের উত্তর পূর্বাংশে হিমালয় পৰ্ব্বতের শ্রেণী হিন্দু কোষ পৰ্ব্বত্ব এবং উত্তরাংশে তীৰ্ব্বত পৰ্ব্বতীয় লাডাক দৃেশ, পশ্চিম সীমান্তে আফগান রাজ্য ও সিন্ধুনদী, পূৰ্ব্বভাগে হিমালয় শ্রেণী, দক্ষিণ সীমান্তে দিল্লী রাজ্য ও দক্ষিণ পশ্চিম কোণাংশে বিকানর ও আজমীর প্রদেশ। উক্তরাজ্য পূৰ্ব্বপশ্চিম দৈর্ঘে,৩০০ ক্রোশ এবং উত্তর দক্ষিণ প্রস্থে ১৮• ক্রোশ। এক্ষণে বক্ষ্যমাণ ਛੁੱਝ প্রত্যেক খণ্ডের বিবরণ কথনীয়। লাহোর রাজ্য। শুব লাহোরের উত্তর সীমা কাশ্মীর দেশ ও সিন্ধু নদী তীর, দক্ষিণ সীমা দিল্লী ও আজমীর রাজ্য, পূৰ্ব্ব সীমা হিমালয় পৰ্ব্বত্বের শ্ৰেণী, পশ্চিম সীমা আফগান রাজ্য সিন্ধু নদীর দ্বারা ব্যবহিত হইয়াছে । ইংরাজী ১৫৮২ সালে আখবর বাদশাহের অনুমতনু সারে অাবল ফজেল ফৈজি দ্বাৰা উক্ত রাজ্যের সীমা এভদ্রপে নির্ণীত হইয়াছে বিশেষতঃ পূৰ্ব্বদিগে সরহিন্দ, পশ্চিমে মূলতান, দক্ষিণে বিকানর ও আজমীর দেশ, এবং উত্তরে কাশ্মীর। ইহার দীর্ঘতা ১৭• ক্রোশ ও ১•• ক্রোশ প্রস্থ। এতদ্রাজ্য মনুষ্যে পরিপূর্ণ હૈં প্রচুরদ্রপে কৃষিকাৰ্য বাণিজ্য ব্যাপারে পরিচালিত আছে। এই রাজ্য অতিশয় স্বাস্থ্য জনক কিন্তু শীত ঋতুর আতিশয্য বশতঃ ভিন্ন দেশীয় মনুষ্য পক্ষে
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।