>NN) পঞ্জাব রাজ্যের ইতিহাস। সিংহের তৃত্যকে তার গুলি নিঃক্ষেপ করিতে কহিবা মাত্র ঐ ব্যক্তি মহারাজের বক্ষলক্ষ করত গুলি ক্ষেপ করাতে তিনি “ক্যাম্বাগ” বলিয়া ভূপৃষ্ঠে পতিতহইলে অজিত সিংহ তৎক্ষণাৎ তাহার শিরশেদ 'করিলেন তদৃষ্টে বুধ সিংহ ও গঙ্গা সিংহ করধৃত করবাল নিস্কোষ করিয়া হস্তাকে ও অন্যান্য তিন চার ব্যক্তিকে বিনষ্ট করত আপনারাও বিপক্ষহন্তে নিহত হন, তাহার পর জেনরল বেস্টুর সাহেব অল্প সৈন্য লইয় কিয়ৎকাল অজিত সিংহের সম্বিত যুদ্ধ করিয়া পরিশেষ পল। য়ন করিলেন। ঐ দিবস সংক্রান্তি উপলক্ষে রাজা শের সিংহের পুত্ৰ কুমার প্রতাপ সিংহ নগর ‘বাহিরে রাজোদ্যানাভ্যন্তরে শত২ দীন ক্ষীণ বিপ্রাদিকে ধন বস্ত্রাদি দান করিতেছিলেন (ঐ রাজপুত্রের ন্যায় সুশ্রী সুশীল সদন্তঃকরণ দীনবৎসল অন্য কেহ রাজবংশে জন্মে নাই ) অকস্মাৎ অজিত্ব সিংহ সেই অর ক্ষিত স্থানে প্রবিষ্ট হইয়া অস্ত্রাঘাতে তাহাকে বিনষ্ট করত পিতা, পুত্রের মুণ্ড লইয়া নগর প্রবেশ করিলেন, পথিমধ্যে আপলোক সহিত ধ্যান সিংহের সাক্ষাৎ পাইয়া যুগ্ধশির দর্শন করাইলেন, তাছাতে মন্ত্রী প্রতাপ সিংহের মরণে থিদ্য মান হইয়া অজিত সিংহের প্রতুি ঘোষাপর্ণ করিলেন অনন্তর অজিত সিংহ মন্ত্রিকে সমভিব্যাহারে লইয়া রাজপুর দ্বারে উপস্থিত হইয়া জিজ্ঞাসিলেন এক্ষণে রাজা কে হইবে তাহাতে भढौ मलि? সিংহের নামোল্লেখ করাতে ক্রোধাকুল হইয়
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।