পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃত্তখণ্ড l SNS চালন করিতে লাগিলেন । দরাত্মাগণ রাজ দ্রোহিত ও বিশ্বাস ঘাতকতা পাপ বশত অচিরাৎ সমুচিত দণ্ডিত হইয়া পার লৌকিক অনন্ত নরকানলে নিঃক্ষিপ্ত হইল। হীরা সিংহের একাধিপত্য ও সচেত সিংহের মুতু্য বিবরণ। মহারাজ শের সিংহের মরণের পূৰ্ব্ব আতর সিংহ সিন্ধান ওয়াল৷ নিজালয়ে গিয়াছিলেই পরে তাহার ভ্রাতা ও ভ্রাতুঙ্গু ত্রের মৃত্যু সংবাদে সুতীত হইয়া পরিবারে ফিরোজপুরে পলাইয়াযান, হীর সিংহ ১৮৪৪ সালের ২ ফিব্রুঅারি বাসরে সমারোহ পূৰ্ব্বক পঞ্চবর্ষীয় বালক দলিপ সিংহকে সিংহাসন ভিষেক করিয়া তৎপশ্চাৎ লাল সিংহ মিশ্রকে ও পণ্ডিত জালাকে উচ্চ পদাভিষিক্ত করিলেন, তাহারপর তাহার পরমবান্ধব সেনানীদিগকে, পঞ্জাব হইতে বিদায় করিয়া দিলেন,জমাদার খোষাল সিংহের জায়গীর ও রণজিৎ সিংহের ভোগ্যপত্নী পুল্ল কাশ্মীর ও পেশোয়ার সিংহের জায় গীর শিয়ালকোট নগর ও তদধীন দেশ কাড়িয়া লইলেন ( যে বৎসর পেশোয়ার অধিকৃত হয় ঐ বৎসর রাজকুমারের জন্ম হইয়াছিল একারণ, তন্নাম পেশোয়ার সিংহ এবং কাশ্মীর অধিকার করণ কালে জন্মগ্রহণ প্রমুক্ত কাশ্মীর সিংহ-নাম রক্ষিত হয়, এবং প্রকারে নিরাশ্রয় রাজকুমারের রাজা সচেত ফচ