পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৭ পঞ্জাব রাজ্যের ইতিহাস। সিংহের শরণাপন্ন হন, ঐ সময় রাজ। গোলাব সিংহের সহিত লাহোর গবর্ণমেণ্টের বিবাদ ঘটনা হয়, তৎপ্রযুক্ত সচেত সিংহ লাহোষ্ট্রে আলিয়। উক্ত উভয় বিবাদ নিম্পত্তি করিতে মনস্থ করিলেন ইতিমধ্যে খালস সৈন্য সহিত হীরা সি হের কলহ ঘটনা হওয়াতে তত্ত্বদলস্থ অধ্যক্ষের রাজা সচেতসিংহকে মন্ত্রিত্ব পদাভিষিক্ত করাইবার বাসনায় তন্নিকট আহ্বান পত্র পাঠাইয়া দেন এতদুভয় কারণে উক্ত রাজা কয়েকদল সৈন্য সহিত লাহোর যাত্রা করিলেন মাগমন কালে রাজা গোলাব সিংহের নিষেধ বাক্য শ্রবণ করেননাই, উক্ত রাজার অপ্রত্যা শিত আগমন বাৰ্ত্তায় হীর। সিংহ ভীত इहेब्र ধনদানে অবাধ্য সেনা গণকে বশীভূত করিলেন, এবংপণ্ডিত জালার পরামর্শে ঐ রাজার প্রাণনষ্ট করণীয় ষড়যন্ত্র করিতে লাগিলেন, এমতকালে সচেত সিং রাবী নদীর পরপ্তার সাদেবীন্থানে সৈন্য সমূহ পরিত্যাগ করত কেবল চতুর্দশ জন অমাত্যের সন্থিত ১৮৪৪ সালের ২৬ মার্চের বিকালে লাহোর নগরে প্রবিষ্ট হইয়। স্বকীর আবাসে গমন পূৰ্ব্বক কতিপয় স্বজনের প্রমুখাৎ হাঁর। সিংহের দুষ্টভি প্রায় শ্রবণ করত বিশ্বাস করি , লেননা, ঐ রাত্রে হীরা সিংহ রানী নদীর পারাবারের নৌক৷ বন্ধ পূর্বক সৈন্য দ্বারা গমনীয় পথবিরোধ করাইলেন, পর প্রাতে হীরা সিহের কুমন্ত্রণ নিশ্চয়াবধারণ করত সচেত সিংহ আপন সৈন্য শিবিরে যাত্রা করিয়া মিয়ানমীর স্থানের নিকট