পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃত্তখণ্ড । ›ዊ © য়ার সিংহকে মন্ত্রীত্ব প্রদানের পরামর্শ স্থৈৰ্য্য হয়, তথtহইতে অমৃত সর নগরে ভাই বীর সিংহের নিকট আহবান পত্র আইসে তদনুসারে উভয় রাজকুমার ও আতরসিংহ এবং গুরু স্বয়ং তিন সহস্র সৈন্য সহিত প্লাহোর যাত্র করিলেন ७डकुबर१ হীর। সিংহ পুনরায় বহু অর্থপ্রদান পূৰ্ব্বক সৈন্য গণকে বশী ভূত করত বিপক্ষগণের প্রাণান্তিক দণ্ড প্রদানার্থ মিয়ান লাব সিংহ প্রভৃতির সহিত প্রায় দশ সহস্র সৈন্য পাঠাইয়া দেন, এতদুউভয় সৈন্যে হাবুকি পত্তনের নিকট ভয়ঙ্কর যুদ্ধ, ঘটনা হইয়াছিল যুদ্ধারম্ভের প্রাক্কালে আতর সিNহ হস্তা রোহণে শতদ্রুপার হইতে যত্ন করিলেন কিন্তু করির কোন ক্রমেই তীর হইতে বারি মধ্যে অবরোহণ করিলন। পরে অশ্ব৷ রোহণ করিয়াও ঐৰূপ আশ্চর্ঘ্য ঘটনা দর্শনে মৃত্যু নিশ্চয় করিয়া পুনৰ্বার ঐ সিংহ যুদ্ধে প্ৰবৰ্ত্ত হন, শীক সেনার গোলা ঘাতে গুরু ছিন্নপদ হইয়া অনুচর দিগকে কহিলেন, পাপ শীকরাজ্যে দুৰ্বাত্মা গণের বিশ্বাসে বঞ্চিত হইয়া আকালিক কালের করাল বদনে প্রবিষ্ট হইলাম এতদ্রুপে-দূরান্সার আহবান কুরিয়া সচেত সিংহকে বধ করিয়াছে, যেন আমার মৃতদেহ গুরু দ্রোহি পঞ্জাব,ভূমিতে সৎকৃত ও সমাধিস্থ না হয় নদীয়োতে নিঃক্ষেপ করিক, ক্ষণপরে তাহার মৃত্যু হইলে তদেহ শতদ্রুতে নিক্ষিপ্ত হয়, অন্তর সিংহ বিপক্ষ হন্তে ছিন্ন শিরা হইলেন, পেশোয়ার সিংহ লাহোরে শরণাগত হইবার