পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s পঞ্জাব রাজ্যের ইতিহাস। ক্লেশকর হয়। এতদেশীয় নদী গৰ্বে ৰালুকা মধ্যে अं রৌপ্য ও স্থানে২ রঙ্গ লোহ তামু ও সীসক প্রভৃতি ধাতু দ্রব্য প্রাপ্ত হওয়া যায়। এই রাজ্যের"অন্তর্গত শতদ্রু বিপাশা ঐর। বতী চন্দ্রভাগ বিত্তস্তা এবং সিন্ধু এই ঘট সরিমধ্যে পঞ্চান্ত ৰ্ব্বেদ অর্থাৎ দোয়াব তাহ এতদ্রুপে ব্যবহিত যথা । শতদ্র ও বিপাশা নদীর মধ্যভাগে যে দেশ তাহার নাম জলন্দর দোয়াব, বিপাশা হইতে ঐরাবতী নদী পর্যন্ত যে দেশ তন্নাম দোয়াব বাড়ী, ঐরাবতী হইতে চন্দ্র ভোগা নদী তীর পর্যন্ত যে দ্বেশ তাহার নাম রেচনাবাদ, চন্দ্রভাগ অবধি বিতস্তা নদীতীর পর্যন্ত যে দেশ তাহার আখ্যা দোয়াব জিন্নত, অর্থাৎ স্বৰ্গতুল্য, এবং বিতস্ত নদীতীর অবধি সিন্ধুনদী পৰ্য্যন্ত যে দেশ তাহ দোয়াব সিন্ধু সাগর নামে প্রসিদ্ধ। পঞ্জাবের ষট্রপরিষ্মধ্যে পঞ্চ বিখ্যাত তাহাব কারণ এই যে বিপাশা নদী শতদ্রুর সহিত সঙ্গত হইয়া উভয়ে এক নদী ৰূপে গণ্য হইয়াছে । এই রাজ্য তুল্যানুতুল্য দুই খণ্ডে বিভক্ত, তাহার দক্ষিণ পশ্চিম খণ্ডের নাম পঞ্জাব তন্মধ্যে পূৰ্ব্বোক্ত পঞ্চদেশ আছে এবং দ্বিতীয় খণ্ড পৰ্ব্বতীয় ও অরণ্য ময় কোহিস্থান নামে বিখ্যাত, তন্মধ্যে কিশতওয়ার চান্দানী, জন্তু এবং কাঙ্গর এই দেশ চতুষ্টয় আছে। পূৰ্ব্বোক্ত দোয় রের অধিকাংশ নদীমাতৃক ও পর্বতবেষ্টিত প্রযুক্ত অত্যন্ত শীতজনক হয়, এই রাজ্যের পূর্বাপর রাজধানী লাহোর