পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্জাব রাজ্যের হতিহাস । שאףכי

  • इच् Q

সিংহের পুত্র কৃষ্ণ সিংহ এবং জওয়াহর সিংহ স্বীয়২ সৈন্যসহ তৎপশ্চাদ্ধাৰিত হন, লাহোর হইতে প্রায় আটক্রোশান্তরে পলায়িত সৈন্য. সহিত ধাবিত সৈন্যের সাক্ষাৎ হইলে ঘোর তর যুদ্ধারম্ভ ठूइँल ইস্তৃবসরে হীর সিংহ, পণ্ডিতজালা, মিয়ান লাব সিংহ ও দেওয়ান দেবানন্দ নানা দিগে পলাইয়াযান,পরে শীক সৈন্যের জয়যুক্ত হইয় তাহারদিগকে নানাস্থানে হনন করিয়া প্রত্যেকের মস্তক জওয়াহর সিংহের নিকট আনিম্ন দেয়, গোলাব সিংহের পুত্র মিয়ান শোভন সিংহকে বৃত্ত করত লাহোরে লইয়া আইসে, ঐ স্থানে তিনিও নিহত হন, এইযুদ্ধে উভয়পক্ষে अबूंन দেড়সহস্র সৈন্য বধ হয়। এৰন্দ্র কারে হীর সিংহ গুরু, মিত্র, পিতৃব্য ও রাজদ্রোহিত পাপে পরিপূর্ণ হইয়। এক বৎসর পর্যন্ত পরাক্রম প্রকাশ করত অমাত্য গণের সহিত জমাদারের বইলি’নামকস্থানে >b〜88 সালের ২১ ডিসেম্বরে পাপাধুৰূপ মৃত্যু দণ্ডে দণ্ডিত छूद्देश गभा লয়ে যাত্রা করিলেন । জওয়াহর সিংহের কতৃত্ব প্রাপ্তি ও মৃত্যু বিবরণ। হীরা সিংহের মরণানন্তর সৈন্য গণের মধ্যে পঞ্চাইত হইয়া রাজা গোলাব সিংহকে মন্ত্রিত্বাভিষেঞ্চ করণ মন্তব্য হয়, পরে রাজমাতা ও লাল সিংহ মিশ্রের পোষকতায় জওয়াহর সিংহ প্রধান সচিবত্বে নিয়োজিত হইয়া বিবেচনা করিলেন যে