রাজ্যখওঁ । (t নামে বিখ্যাত নগর। এই রাজ্য মধ্যে প্রায় এক কোটি মনুষ্য আছে,কিন্তু ইলিফিনষ্টন ও ফরেষ্টর সাহেব চত্বারিংশৎ লক্ষের অধিক অনুমান করেন নাই। আখবর শাহার সময়ে উক্ত পঞ্চ দেশ একশত, চত্বারিংশৎ জনপদে বা পরগনায় বিভক্ত ছিল। লাহো'র নগর । লাহোর নামে প্রসিদ্ধ প্রাচীন নগর রাবী বা ঐরাবতী নদীর দক্ষিণ তীরে স্থাপিত আছে ঐ স্থানে নদী গভীর। নছে কিন্তু প্রায় পাঁচশত হস্ত পরিমাণে বিস্তৃতা, ঐ নগর মৃন্ময় প্রাচীরে ও শুষ্ক পরিখায় পরিবেষ্টিত কিন্তু প্রয়োজন বশতঃ ঐ খাত রাবী নদীর জলে পূর্ণ করিতে পারু যায়। নগরীয় প্রাচীন দুগের বাহ্য সৌন্দৰ্য উত্তম বটে কিন্তু ভোপযুদ্ধে আশু বিনাশী, পূৰ্ব্বে অনুঙ্গপাল ও বিজয় পাল রাজার ও তদ্বংশীয় পুরুষেরা ঐ নগরের সৌষ্ঠব বৃদ্ধি করিয়াছিলেন এবং যবন রাজারাও তন্নগরের মধ্যে ও বহিভাগে অনেক২ ধৰ্ম্মালয় ও সমাজ बॉकल्ल নিৰ্ম্মাণ করিয়াছেন পরিশেষ রাজা রণজিৎ সিংহের বিদ্যমানতায় ঐ নগর নানা দিগদেশীয় ব্যবসায়ি লোকে পরিপূর্ণহইয়াছিল,তাহার অবৰ্ত্তমানতায় তদ্বংশাবতং গণুের বারষ্কার বিগ্রহ ঘূটনীয় নগরৈশ্বর্য্য ক্ষীণ হইয়া গিয়াছে এবং ধনাঢ্য লোকের স্ব স্ব সম্পত্তি লইয়া অমৃতসব ও শ্ৰীনগর প্রভাত নানাস্থানে গমন করিয়াছেন। -
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।