পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধখও | ·>boo তোপ সহিত ১৩ ਿਬੜ হরিকি পত্তনের নিকটে নৌক৷ নিৰ্ম্মিত সেতুদ্বারা শতদ্রুপর পার , হয় এবং সরদার রণজ্যের সিংহ দশ সহস্র পদাতিক ও পাচ সহসু হয়াৰূঢ় সৈন্য ও ষষ্টি তম তোপের সহিত লুধিয়ানার প্রতিকূলে ফলের ঘটে উপ স্থিত হইলেন ১৪ ডিসেম্বর সমশের সিংহের সহিত পঞ্চদশ সহস্র পদাতিক ও সপ্ত সহস্ৰ অশ্বারোহি সৈন্যের ত্রিংশৎ কামান লইয়া ফিরোজপুরের প্রতিকূলে যাত্রা করিল এবং অন্যান্য বাহিনী পতির স্বীয়ু২ সৈন্য সহিত শতদ্রুপার হইতে লাগিল। এবশ্বকারে অনুন পঞ্চাশৎ সহস পদাতিক ও পঞ্চ বিংশতি সহস্ৰ অশ্বারোহি সৈন্যগণ দুইশত তোপ ও তিনশত উষ্ট বাহি জম্বুর নামক অগ্ন্যস্ত্র সহিত বৃটিসাধিকার আক্রমণ পূৰ্ব্বক নানাদলে বিভক্ত হইয়া দিগ্বিদিক ব্যাপিত হইল এবং শীক জাতির সন্ত্রকারি অনেকানেক শীক ভূম্যধিকারিরা ও জায়গিরভোগী অধ্যক্ষের স্বয়ং সৈন্য লইয়। তাহারদিগের সহিত সমবেত হয়, তদ্বারা আত্মশঙ্কাক্রমে দক্ষি: পঙ্কুবের প্রজাগণ স্ত্রী পুত্ৰ ধন প্রাণ লইয়া নানাস্থানে পলায়ন করিল | ঐকালে দুবৃত্ত শীর্ক সেনার স্বরাজ্য ও পররাজ্যের প্রজা বৃন্দের ধন স্ত্রী দ্রব্য হরণে,যে প্রকার নির্দয়তা করিয়াছিল তাহু আত্যন্তিক পরিতাপনীয়। o অনন্তর ভারতবর্ষের গবরনর বাহাদুর শীক সৈন্য দ্বারা বটিস্যধিকার আক্রান্ত সংবাদ শ্রবণে ১৩ ডিসেম্বরে রাজ