পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধখণ্ড | `న> অতএব অন্মদাদির কৰ্ত্তব্য যে অগ্রসর হইয়। প্রথমত শ্ৰীযুত গবরনর বাহাদুর ও প্রধান সৈন্যধ্যক্ষ সাহেবের সহিত যুদ্ধ করত তাহারদিগকে পরাভব পূৰ্ব্বক ভারতবর্ষ অধিকারের চেষ্ট। পাই অথবা তাহারদিগের হস্তে নিজ্জিত হইলেও অপ মান নাই। রাজা লাল সিংহ যথার্থ প্রাগুক্ত কারণাধীন কিম্ব। ভীরুতাবশত ফিরোজপুর আক্রমণার্থ সৈন্য দিগকে নিষেধ করিয়াছিলেন এমত নহে ফলত শীক সৈন্যগণের অচিরাৎ পাতনাথ তাহার মনের বিশেষ যত্ন ছিল নতুবা বৃটিশ সৈন্য বিনাশ পূৰ্ব্বক ভারতবর্ষাধিকার করণে তাহার মানসিক সংকল্পছিলনা ইহা অন্যান্য প্রমাণে পশ্চাৎ প্রতিপন্ন হইবে । মুদকি স্থানীয় যুদ্ধ । ته اسسسسسسسسسسسعصصدضه অনন্তর রণেtৎসাহে প্রায়োম্মৰ্ত্তশীক সৈন্যের রাজা লাল সিংহ্মের প্ররোচনায় ফিরোজ পুর পরিত্যাগ করত অম্বালার অভিমুখে যাত্রা করিয়৷ ১৭ ডিসেম্বর মুদকি নামক স্থানে উপস্থিত হইয়। ঐ স্থানীয় এক২ স্তুবাকার শিকতা রাশির উর্দ্ধভাগে স্থানে২ চত্বারিংশৎ তৈাপ স্থাপন ও ঐ স্থানের পাশ্ববৰ্ত্তি নিবিড় ঝাউবন মধ্যে জায়ুর ও তোপ যোজনা পূৰ্ব্বক দৃঢ়ৰূপে ব্যুহ রচনা করিয়া বৃটিস সৈন্যর আগমন প্রতীক্ষায় থাকিল । _