পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«უ) পঞ্জাব রাজ্যের ইতিহাস। লাহোর নগর রাজধানী কলিকাতা হইতে ৬৭৮ ক্রোশ বোম্বাই হইতে ৫৩৫ ক্রোশ, লখনৌ হইতে ৩২৯ ক্রোশ এবং দিল্লী হইতে ১৯• ক্রোশান্তরিত আছে। নগরের বহিভাগে প্রায় ক্রোশান্তরে রানী নদীর পরপারে শাহাদার নামক শাখা নগরে শাহ জাহাঙ্গীরের সমাজাট্টালিকা আছে । যদ্যপি ये श्रृंश् সুনিৰ্ম্মিত ও সুশোভিত্ত বটে তথাপি আগরার তাজ । মহালের তুল্য নহে। ইং ১৮১২ সালে রাজা রণজিৎ সিংহ নগর বেষ্টন করিয়া এক প্রশস্ত ভিত্তিযুক্ত বৃহৎ প্রাচীর ও দুর্গ শৃঙ্গ অর্থাৎ মুচ সকল ও চতুঃপাশ্বে প্রশস্ত পরিখা খনিত করেন, শাহাদারা স্থানের প্রান্তরে নুরজাহান বেগমের এক অত্যুত্তম সমাধি গৃহ আছে, লাহোরের বহির্ভাগে শলিমার নামে যে রাজোদ্যান তাহা প্রাচীরে পরিৰেষ্টিত ও নানাজাতীয় পুপ ও ফলবান বৃক্ষে এবং সরোবরে সুশো ভত, তদ্ভিন্ন অন্য২ রাজা ও মন্ত্রিগণের মনোহর উদ্যান আছে । রণজিৎ সিংহের সময়ে লাহোর নগরে প্রতিনিয়ত প্রায় দেডুলক্ষ লোক বাস করিত এবং দশের অর্থাৎ বিজয় দশমী দিবসে রাজ্যের তাবৎ সৈন্য একত্রিত হইত। অমৃতসর নগর । লাহোরেরপূৰ্ব্বাংশে দ্বাবিংশতি ক্রোশান্তর অমৃতসর নামক সীকজাতির এক ধৰ্ম্ম নগর স্থাপিত আছে ঐ নগরাভ্যন্তরে