পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>N) পঞ্জাব রাজ্যের ইতিহাস । { এইযুদ্ধে জালালাবাম্ব বিজয়ি মহাশূর জেনরল শেল সাহেব ও বিখ্যাত রণপণ্ডিত মেজর জেনরল সর মেকেন্ধিল সাহেব, ত্রযুত গবরনর বাহাদুরের মোসাহেব মেজর ডবলিউ আর হেরিস সাহেব, দ্বিতীয় মোসাহেব কাপ্তেন মনরু সা হেব, ও কাপ্তেন জেলপ্যার ট্রোয়র প্রভৃতি ত্রয়োদশজন প্রধান সেনাপতি ও ১৯২ জন ইউরোপীয় যোদ্ধ। এবং ২ জন এতদেশীয় বাহিনীপতি এবং আটজন অশ্বপালফ রণভূমে নিহত এবং মেজর পি গ্রান্ট সাহেব ও গবরনর সাহেবের মোস৷ হেব কাপ্তেন জি পি হিলর সাহেবু, কাপ্তেন ড্যাস উড সাহেব প্রভৃতি ৩৯ জন সেনাপতি ৯ জন এতদেশীয় সেনানী ৫৯৮ ব্যক্তি সৈন্য ও বাদ্যকর এবং ২১ জন অশ্ব রক্ষক আহত হয় তন্মধ্যে অনেকের ক্রমশ প্রাণত্যাগ হইয়াছে ভারতবর্ষের মধ্যে কোন যুদ্ধে এতদ্বধিক বৃটিশ সৈন্য বিনষ্ট হয় নাই শীক জাতির হিন্দুস্থানীয় সৈন্যঞ্চে উপেক্ষা, করত কেবল বাছিয়াহ বৃটিস সেনা ও অশ্বারোছি সেনানী,গণের প্রতি গুলি লক্ষ করিয়াছিল বিশেষত শ্ৰীমতী মহারাণীর ৩ সং খ্যক ড্রাগুণ ও অশ্বারোহি এবং ৯, ৩১, ৫০ ও ৮• সংখ্যক পদাতিক বিলাতীয় সৈন্যের বিপক্ষের তোপধিকার কালে অধিকাংশ নিহত হয় । এইযুদ্ধে తేత్రా গবরনর জেনরল ও ঐযুত প্রধান সৈন্যাধ্যক্ষ সাহেবদিগের সুমভিব্যাহারি প্রায় যাৰদীয় প্রধান সেনাপতিরাই হত ও আহত হন, বর্তমান