পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্জাব রাজ্যের ইতিহাস । ه هج ঐ দিবস পরাহ্লে বৃটিল পক্ষীয় মুদকি আগত হইয়া বিজ্ঞাপন করিলেক যে ফিরোজস স্থানে পুনৰ্ব্বার ত্ৰিশ সহসু সৈন্য মুদকি আক্রমণার্থ সজ্জিত হইতেছে এতৎসংবাদে বৃটিশ সৈন্যগণ আত্মরক্ষার্থ দৃঢ়ৰূপে ব্যুহ রচনা করিয়া প্রায় সমস্ত রাত্রি জাগরিত ছিল, ২০ ডিসেম্বর মিরাটের ও ফিরোজ পুরের সৈন্য গণের আগমন প্রতীক্ষায় ঐ স্থানে কালক্ষেপ হয়। ঐ দিবসিয় রাত্রে প্রত্যেক সেনাপতিকে আজ্ঞা দেওয়া যায় যে তাহার। স্বীয়২ সৈন্য, লইয়। রাত্র দুই প্রহর দুই ঘণ্টা সময়ে ফিরোজসা গ্রামে যাত্র করেন, ঐ রাত্রে ভারত বর্ষের গবরনর জেনরল ঐযুত সর ছেনেরি" হাডঞ্জ বাহাদুর আত্মপদ উপেক্ষা করিয়া লেপ্টনন্ট জেনরলী অর্থাৎ দ্বিতীয় সেনাপতিত্ব পদ স্বেচ্ছাধীন গ্রহণ করিলেন। অনন্তর নিৰূপিত কালে সৈন্য সামন্তগণ, ফিরোজসা স্থান ভিমুখে যাত্র করিল, গমন কালীন క్వెత్రా গবরনর বাহাদুর ব্যাধিত আহত সৈন্য গণের সহিত শিবির রক্ষার্থ কিয়ৎ সখ্যক সৈন্য রাথিয় ফিরোজ স৷ যাত্রা করিলেন পখি মধ্যে ফিরোজপর হইতে জান লিটলর সাহেব ১২, ১৪, ৩৩ ৪৪, ©8 সখ্যক এতদেশীয় ও ৬২ সস্থ্যক শ্ৰীমতী মহারাণীর ইউ রোপীয় পদাতিক সৈন্য লইয়া মিলিলেন, সমুদায় বিংশতি সহস পদাতিক সাৰ্দ্ধত্রি লহস্র হয়াৰূঢ় ও নমুশত গোল ক্ষেপক সৈন্য গণিত হয়, এবং প্রত্যেকে তিনশের বাৰুদ ধারি