পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪২ পঞ্জাবরাজ্যের ইতিহাস । ২৪, ৫, ৪২, ৪৮ সস্থ্যক সৈন্য দল সহিত ব্যুহের পশ্চাৎ ভাগে থাকিলেন। তৃতীয় শ্রেণী পদাতিক সৈন্যের ৯,২৬, ৭৩, সস্থ্যক দল বৃগেডর ওয়ালেস লাহেবের অধীনে থাকিল, চতুর্থ (ថ្ម | ৩২ • ৩৩ ৷৷ ৪৪ ৷ ৫৪ দল পদ তিক সৈন্য ত্রযুত জান লিটলর সাহেবের অধীনে ব্যুহের বামভাগে নিযুক্ত রহিল । এই ৰূপে চতুৰ্থ শ্রেণীতে যুযুৎসু সেনার। বিভক্ত হইয়া বিপক্ষমারণে অগ্রসর হইল িঅশ্ব৷ রোহি সৈন্যগণ শ্রেণীজয়ে পৃথক হইয়া পদাতিক সৈন্যের পাশ্ব ও পৃষ্ঠদেশ রক্ষা করত বৃগেডর হারিয়টসাহেবের আজ্ঞা ধীন বিপক্ষ হননে উদ্যম করিল, এবং তোপধারি গোল ন্দাজ সৈন্যেরা বুগেডর ব্রুক সাহেবের উপদেশে নানাস্থানে তোপ যোজন করিয়া বিপক্ষ ব্যুহ মাঝে গোল বর্ষণ করিতে লাগিল । *. বৃটিস সৈন্যেরা বিপক্ষ দিগের ক্ষীণাংশ ব্যুহুভেদ করিয়া পরাজয় করণের উদ্যোগ করিল কিন্তু শক্রর ঐ অভিপ্রায় অনুভব করিয়া তাবদিগ তুল্যৰূপে রক্ষা করিতে লাগিল, দীর্ঘকাল পৰ্যন্ত তোপযুদ্ধে পৃিক্ষ গণকে পরিভধ করণে অসমর্থ হইয়া শেষ বৃটিশ সেনাপতির মুদকির ন্যায় অশ্ব৷ রোহি সৈন্যের অস্ত্রযুদ্ধে তোপ হরণ করিতে মনস্থ করিলেন, সেই প্রকার লীক সেনারাও বারম্বার শিবিরের বহির্ভাগে আসিয়া বৃটিল লৈল্যের প্রতি আক্রমণ করিয়াছিল, এক ২