যুদ্ধখণ্ড । ३ ed গৈমের শিবির,রক্ষক দিগের প্রতি অত্যাচার আরম্ভ করি লেক এবং যে স্থানে প্রধান সৈন্যাধক্ষ ও গবরনর জেনরল বাহাদুর বস্ত্রময় গৃহে বিশ্রাম করিতে ছিলেন তাহার অদূর স্থানে গোপনে আসিয়া একটা বৃহৎ তোপস্থাপনপূৰ্ব্বক গোল ক্ষেপ করিয়াছিল কথিত আছে তাছার একগোলা ঐযুতের তাসু মধ্যে পতিত হয় পরে বৃটিল সৈন্যেরা জাগরিত হইয়। বিপক্ষের তোপ কাড়িয় লয় ঐ রাত্রে একদল শীক সৈন্য প্রচ্ছন্ন ভাবে ৫• সখ্যক ইউরোপীয় সৈন্যদিগের তাম্বুমধ্যে - প্রৰিষ্ট হইয়া গুলি নিঃক্ষেপ করিয়াছিল কিন্তু দৈব রক্ষিতের ন্যায় সুপ্ত সৈন্যের একব্যক্তিও নিহত হয়নাই, পরে চতুর্দি কস্থ পৈন্যেরা জাগৃত হইয় তাহারদিগের প্রতি ধাবিত হওয়াতে পলাইয়া যার তদনন্তর শীকের তাবদিকে বৃটিস সেনার প্রতি গুলি, নিক্ষেপ করাতে পুনৰ্ব্বার যুদ্ধারম্ভ হয়, তৎকালে খ্ৰীযুত হেরি র্মিত সাহেব বুদ্ধিপূৰ্ব্বক আত্ম সৈন্যের মস্তকাচ্ছাদনীয় টুপির উপরিস্থ শ্বেতবস্ত্র ও শ্বেত, পৰুিচ্ছদ অবতরণ করাইয়া अश्व उग्व বিপক্ষের পশ্চাস্তাগে গমন করিলেন এবং তাছার সম্মুখে বারম্বার শাকসেনার গুলি নিক্ষিপ্ত হইতেছিল তথাপি, তিনি আত্মসৈন্যকে শীক সেনার প্রতিকূলে গুলিক্ষেপু নিবারণ করিয়ী নিঃশব্দে চলিয়াযান অন্ধ কারাবরোধে শীকের তাহার আগমন অনভৰ করিতে পারিলন, এমতে উক্ত সৈন্যেরা বিপক্ষের কৃই অক্রেমণ
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।