যুদ্ধখও | R.S.S اقے • উপস্থিত যুদ্ধে প্রধান সেনাপতি সাহেব দৈব রক্ষিতের ন্যায় বিপক্ষহস্তে রক্ষাপান, কথিত আছে তাহাকে লক্ষকরিয়া বিপক্ষ সেনারা গুলিক্ষেপ করিয়াছিল সাহেবের পৌভাগ্য ক্রমে ঐ গুলি তাহার বাহন আশ্বের বক্ষেভেদ করিয়া বাহির হয়, এবপ্রকারে তিনি অশ্বসহিত ভূপৃষ্টে পতিত ও বিমোহিত হইয়াছিলেন, বৃটিল সৈন্যগুণ ভারতবর্ষের মধ্যে ও নানা উপদ্বীপাধিকার কালে এবস্তৃত যুদ্ধশঙ্কটে প্রধান সেনাপতি ও গবরনর জেনরলের সহিত বিপদাপন্ন হয়নাই, , এইযুদ্ধে বৃটিস পক্ষীয় অধিকাংশ অশ্বারোহি সেনাপতিগণ নিহত ও আহত হইয়াছিলেন মিলেটরী সেক্রেটরী অর্থাৎ यूक কার্যের সম্পাদক পরম সাহসিক শুরবর মেজর সোমরসেট সাহেব ২২ ডিসেম্বরে রণভূমে পতিতহন, ২১ ডিসেম্বর রাত্রিযুদ্ধে পোলিটিকাল এজেণ্ট মেজর ব্রাডফুড সাহেব বিপক্ষের পরিখা লঙ্ঘনকালে অশ্বসহিত পতিতহইলে তিনজন বিপক্ষ সৈন্য ভল্লাস্ত্রে-তাহার প্রাণ হনন করিলেক, গবৰ্ণমেণ্টের ডেপুটি সেক্রেটরী কাপ্তেন ডবলিউ হেরি সাহেব, সেক্রেটরী কাপ্তেন নিকলসন সাহেব, কাপ্তেন টড সাহেব,কাপ্তেন তামসন বাকল সাহেব, কাপ্তেন জে ই বড. সাহেব, কাপ্তেন লোকস সাহেব, কাপ্তেন বর্ণেট সাহেব, কাপ্তেন মোলি সাহেব, কাপ্তেন জে ডোনি সাহেব, কাপ্তেন জে এক ফিল্ড সাহেব, লেপট নেষ্ট কর্ণেল ওয়ালিস সাহেব, লেপ্টনেন্ট সিমন্স সাহেব
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।