যুদ্ধখণ্ড | R(t এস্থানে শ্ৰীযুত शर्वाद्वैनग्न বাহাদুর ও প্রধান সেনাপতি সাহেব ফিরোজসার যুদ্ধে জয়যুক্ত হইয়া পরমানন্দে শুলতান ওয়াল মালাওয়ালা, আতারিওয়ালা, বুট্রাওয়াল ও অখিবরওয়াল। নগর সমূহ ক্রমশ অধিকার করিয়া ফিরোজপুরে আগত হন, ঐ সময়ে মিরাটের সেনাপতি শ্ৰীযুত সর জান গ্রে সাহেব বৃহদাকার শতঘ্ন ও ভিত্তিভেদক তোপ সমূহ এবং ৯ ও ১৬ গণিত উন্নধারি ও শ্ৰীমতী মহারাণীর ১০ ও ৫৩ সঙ্খ্যক বিল তীয় পদাতিক, ৩ সস্থ্যক: অশ্বারোহি এবং ৪৩, ৪৯ গলিত এতদেশীয় পদাতিক সৈন্য সমুভিব্যাহারে আগত হইয়া মৃত রাজ শের সিংহের জায়গীর অদনী নগর অধিকার করিয়া ফিরোজপুরে আইলেন। যুদ্ধারম্ভ পূৰ্ব্বে মূলতানের অধ্যক্ষ দেওয়ান মূলরাজ শাক রাজ্ঞীর আদেশে সিন্ধুদেশের প্রতি বারষ্কার অত্যাচার করি য়াছিলেন একারণ বোম্বাই ও সিন্ধুদেশীয় দ্বাদশ দল সৈন্য সহিত ত্রযুত নেপিয়ার সাহেব মুলতান আক্রমণুের উদ্যম করিতেছিলেন ঐ কালে তাহার প্রতি পত্রদ্বারা অনুমতি হয় যে তিনি অবিলম্বে স্বসৈন্যে ফিরোজপুরে আইসেন তদনুসারে উক্ত সাহেব পঞ্জাব যাত্র কুরিলেন। পূৰ্ব্বে উক্ত হইয়াছে যে লুধিয়ানার সন্নিহিত নগর লাডুয়ার রাজা অজিত সিংহ যুদ্ধারম্ভের পূর্ধ্বে শীক সৈন্যের সাহায্যার্থে স্বসৈন্যে শতদ্রু .পার গমন করিয়াছিলেন একারণ লুধিয়ানার সৈন্যেরা ঐ
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।