পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৬ পঞ্জাব রাজ্যের ইতিহাস। রাজার জায়গীর বদিওয়ালা নামক নগর ও দুর্গ অধিারক করিয়া লয়, যে কালে লুধিয়ানার প্রধান সৈন্যদল সহিত বৃগেভিন্নর হুইলর সাহেব মুম্বকীর যুদ্ধের পূৰ্ব্বে ঐযুত গবরনর জেনরলের নিকট র্যাস্ত্রা করিলেন তৎকালে উক্ত রাজ। আত্ম সৈন্য ও কএকদল শীক সৈন্য লইয়া লুধিয়ান আক্রমণ পূৰ্ব্বক সৈন্যগৃহ সমূহ অগ্নিদ্বারা ভস্মসাৎ করত বদিওয়ালার দুর্গাধিকার করিয়া লন, যৎকালে ফিরোজসাওয়াল স্থানীয় মহাযুদ্ধে বৃটিস সেনারা ব্যাপৃত ও বিত্রত ছিল তৎকালে লীন সিNহ মিজিতিয়ার বৈমাত্রেয় সরদার রণজোর সিংহ দশ সহস্র পদাতিক ও পঞ্চ সহস্ৰ অশ্বাৰূঢ় সৈন্য লইয় লুধি স্নান বিনাশের বাসনায় আগত হইয়া তন্নিকটস্থ দেশ ও লুধি য়ান নগরীয় প্রজার ধন লুণ্ঠন করিয়াছিলেন ঐ কালে লুৰি স্নার দুর্গে বীর ভাৰ্য্যা ও পুত্র মাত্রাদিকে রক্ষার্থ কেবল তিন দল এতদেশীয় পদাতিক সৈন্য একদল অশ্বারোহি ও ১৫•• শত পাটিয়াল রাজ অশ্বারোহির উপস্থিত ছিল, তাহার। উক্ত সিংহের আগমনে মহাভয়াৰ্ত্ত হইয়া দুর্গ দ্বারাবরোধ করি লেক এবং লুধিয়ানার সান্নিধ্য বৃহদাকার দুর্গ ভেদক তোপ সমূহ রক্ষার্থ কেবল একস্থল পদাতিক ও একদল অশ্বারোহি কিয়ৎ সস্থ্যক গোলন্দাজ লৈন্য অবস্থিত ছিল, ভস্তাবৎ সৈন্য জয় করিয়া তোপাদি যুদ্ধাস্ত্রদুর্গাধিকার করা রণজোর সিংহের অর্মায়াস সাধ্য হইত কিন্তু উক্ত সেনাপতি